কলকাতা : 'ভুয়ো বিরোধী তৈরি করে খোঁয়াড় ভর্তি করা হয়েছে। মানুষের কথা বলার বদলে যাতে তাঁরা গুঁতোগুঁতি করতে পারে।' রাজ্য বিধানসভায় নজিরবিহীন ধুন্ধুমার প্রসঙ্গে এই ভাষাতেই সমালোচনা করলেন মহম্মদ সেলিম (MD. Selim)। শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশজোড়া ভারত বনধের (bharat bandh) সমর্থনে কর্মী-সমর্থকদের সঙ্গে রাস্তায় নেমেছিলেন সিপিএমের (cpim) রাজ্য সম্পাদক। যেখানে তিনি রাজ্য বিধানসভায় (west bengal assembly) ধুন্ধুমার প্রসঙ্গে মুখ খোলেন। সোমবার রাজ্য বিধানসভায় তৃণমূল(TMC)-বিজেপির (BJP) বিধায়কদের (MLA) হাতাহাতিতে আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। দু’পক্ষের মহিলা বিধায়করাই পরস্পরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)-সহ পাঁচ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ।
কী বলেন মহম্মদ সেলিম
গোটা ঘটনা নিয়ে বলতে গিয়ে মহম্মদ সেলিম বলেছেন, 'কমিউনিস্ট হিসেবে জেনে এসেছি বিধানসভা-পার্লামেন্ট আন্তর্জাতিক খোঁয়াড়। কিন্তু সেই খোঁয়াড়ে আগে কিছু ভদ্র-সভ্য রাজনীতিবিদ পৌঁছতেন। মানুষের কথা বলতেন। মানুষের দাবি, শিক্ষার দাবি, শিক্ষার দাবি, মূল্যবৃদ্ধি দাবি উত্থাপিত হত বিধানসভায়। কিন্তু টাকার জোরে, দলবদলের জোরে আর ধর্মীয় উন্মাদনা তৈরি করে আসলে যেটা করা হয়েছে তা হল ফেক অপোজিশন (ভুয়ো বিরোধী) তৈরি করে ওই খোঁয়াড়টা ভর্তি করা হয়েছে, যাতে তারা গুঁতোগুঁতি করতে তারা। আর যাই হোক, তারা মানুষের দাবি নিয়ে কথা বলতে পারে না।'
ঠিক কী ঘটে বিধানসভায়
সোমবার বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভা চলছে, অথচ রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করেছেন মুখ্যমন্ত্রী? একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করেন তিনি। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আলোচনার জন্য আপনারা কোনও নোটিস দেননি। আর, অধিবেশনের শুরু থেকে প্রতিদিনই আপনারা চিত্কার-চেঁচামেচি করে ওয়াকআউট করছেন। অধিবেশনের শেষ দিনে, কেন এই কথা বলছেন? এরপরই, বিজেপির আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। এই সময় অধ্যক্ষকে ঘিরে বেষ্টনী তৈরি করেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়, তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি বিধায়ককদের। তারপরই, তৃণমূল ও বিজেপি বিধায়করা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। জামা ছেঁড়ে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার। হাসপাতালে ভর্তি একাধিক বিধায়ক।