হিন্দোল দে, কলকাতা : ছিনতাইয়ে বাধা দেওয়ায় তরুণী যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল । আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি বেলেঘাটার বাসিন্দা ওই তরুণী।
গত ২৯ ডিসেম্বরের ঘটনা। রাত তখন ৮ টা প্রায়। নৈহাটি লোকালে বাড়ি ফিরছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী। অভিযোগ, রাতে উল্টোডাঙা স্টেশনের কাছে ফাঁকা কামরায় উঠে পড়ে এক দুষ্কৃতী। ধারাল অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে সে।
আরও পড়ুন :
'ঘরে তো ফিরলাম, ভাত জোগাড় হবে তো?' চিন্তায় ঘুম উড়েছে উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকদের
ওই তরুণীর পরিবারের দাবি, বাধা দেওয়ায় ওই ছাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। চোয়াল ও দাঁত ভেঙে যায় ওই ছাত্রীর। শিয়ালদা জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতী অধরা।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণী এখনও কথা বলতে পারছেন না। বেশ অসুস্থ তিনি। একটু ভাল হয়ে উঠলে তিনি পুলিশকে সম্পূর্ণ ঘটনার কথা জানাতে পারলে ও দুষ্কৃতী সম্পর্কে বলতে পারলে , তাকে চিহ্নিত করা সুবিধে হবে। ওইদিন শিয়ালদা থেকে নৈহাটি ফিরছিলেন ওই যাত্রী। পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। কিন্তু খুব স্পষ্ট না হওয়ায় এখনও তাকে চিহ্নিত করা বা ধরা যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে । শিয়ালদা জিআরপি তদন্তপ্রক্রিয়া শুরু করেছে। সুস্থ হলে তার মুখে বর্ণনা শুনে দিয়ে স্কেচ করানো হবে অভিযুক্ত যুবকের।
এখনও ঘটনার আকষ্মিকতা কাটিয়ে উঠতে পারছে না পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছে, আহত তরুণী এখনও কথা বলতে অপারগ। তবে তিনি জানিয়েছেন ট্রেনের মধ্যেই ছিল দুষ্কৃতীরা। তিনি ট্রেনে উঠতেই টাকা দাবি করা হয়। দিতে না পারাতেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাঁকে।
আরও পড়ুন :