শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার আগে পরিস্থিতি সামাল দিতে গোসাবায় এল NDRF এর ২৫জনের সদস্য দল।যদি আগামী দু তিন-দিনের মধ্যে ঘূর্ণিঝড় মোকার প্রভাবে গোসাবা ব্লকের কোনও জায়গায় প্রভাব পড়ে বা কোথাও নদী বাঁধ ভেঙে বা প্রবল জলোচ্ছ্বাসে  গ্রামে জল ঢুকে প্লাবন হয় , তাহলে সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে এই NDRF এর টিমের সদস্যরা পৌঁছে যাবে ঘটনাস্থলে।


দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত গোসাবায়, বৃহস্পতিবার বিকালেই ২৫জনের NDRF এর সদস্যের একটি দল এসে পৌঁছয়।  গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী জানান, 'ঘূর্ণিঝড় মোকার মোকাবিলায় প্রশাসনিকভাবে সমস্তরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।পাশাপাশি ইতিমধ্যে ২৫জনের একটি NDRF দলের সদস্যরা এসে পৌঁছেছে।'


 আবহাওয়া দফতর জানিয়েছে,  ঘূর্ণিঝড় মোকা শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি দিক পরিবর্তন করবে। সকালে উত্তরমুখী হলেও বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড় মোকা উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ১৪ মে রবিবার দুপুরে  মায়ানমারের সিতওয়ে (sittwe) বন্দরের কাছাকাছি এটি ল্যান্ড ফল করবে। 


এদিকে একদিকে যখন ঘূর্ণিঝড় 'মোকা' নিয়ে আশঙ্কা বাড়ছে, ঠিক তখনই অন্য দরজায় কড়া নাড়ছে তাপপ্রবাহের বার্তা। নেই বৃষ্টি,পুড়ছে বাংলা।তবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। একদিকে তাপপ্রবাহ পশ্চিমের জেলায়। অন্যদিকে আংশিক মেঘলা আকাশ কয়েকটি জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।


সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমলেও ফের আগামী সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা।  আবহাওয়া দফতর জানিয়েছে, আরও অন্তত ২ দিন পুড়বে দক্ষিণবঙ্গ।উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কথাও জানানো হয়েছে। তবে মুদ্রার অপরপিঠেই সুখবর উপকূলবর্তী এলাকায়। ঘূর্ণিঝড়ের আশঙ্কার পাশেই শনিবার ও রবিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত ১২-১৩ মে উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


  আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়।