Cyclone Alert: প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, ১১০ কিলোমিটার গতিতে হতে পারে ল্যান্ডফল ! রাজ্যের প্রায় সব জেলাতেই ৩ দিন ঝড়বৃষ্টির আশঙ্কা
Cyclone Montha Alert Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। ফের ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! কী বলছে হাওয়া অফিস ?

সুদীপ্ত আচার্য ও গৌতম মণ্ডল, কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার ১১০ কিলোমিটার গতিতে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে। যার প্রভাবে মঙ্গলবার থেকে অন্তত ৩ দিন ঝডবৃষ্টির আশঙ্কা রয়েছে এরাজ্যে। দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরের পাশাপাশি কলকাতাতেও হতে পারে দুর্যোগ।
আরও পড়ুন, আজই বাংলায় SIR ঘোষণা, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। ফের ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! আবহাওয়া দফতর বলছে, প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার যা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ১১০ কিমি গতিতে হতে পারে ল্যান্ডফল। যার প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, ২৮ তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই এটি অতিক্রম করবে অন্ধ্র উপকূল অঞ্চল।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। উপকূলবর্তী এলাকায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে প্রবল বেগে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা আর তার লাগোয়া অঞ্চলে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির।বুধবার থেকে উপকূল এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে সতর্ক করছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। ওই দুদিন কলকাতাতে বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, ২৮ তারিখে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ২৮ তারিখে। ২৯ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ৩০ আর ৩১ তারিখে এর প্রভাবে প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা আর তার পার্শ্ববর্তী অঞ্চলে ২৮ তারিখে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুজোর ঠিক মুখে, একদিনের দুর্যোগে কলকাতা এবং জেলায় জলে ডুবে ও বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন বারোটা মানুষ। উৎসবের মরশুমেই কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে নেমে আসে বিপর্যয়।























