অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সমস্যা (Cyclone Remal Update) কাটিয়ে অবশেষে নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো (Kolkata Metro Service Resumed) চলাচল শুরু। ১২.০৫ মিনিটে শুরু হল মেট্টো চলাচল, স্বাভাবিক হল পরিষেবা। তবে 'রেমাল'-র প্রভাব দস্তুরমতো টের পেয়েছে কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে ট্র্যাকে জল জমে থাকায় ব্যাহত মেট্রো চলাচল, জল জমে যায় পার্ক স্ট্রিট স্টেশনেও। সকালের দিকে বেশ কিছুক্ষণ পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক, এবং নিউ গড়িয়া থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করে। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে সমস্যায় পড়েন মেট্রোর নিত্যযাত্রীরা।


আর যা...
সকাল ৭টা ৫১ মিনিট থেকে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। 'রেমাল'-র দাপটে প্রবল বৃষ্টি এবং  পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে ট্র্যাকে জল জমে যাওয়ায় মেট্রো চলাচল কার্যত অসম্ভব হয়ে গিয়েছিল। তবে তার পর থেকেই, 'ম্যানুয়ালি' জল নামানোর কাজ শুরু হয়ে যায়। কারণ, সরু মেট্রো সুড়ঙ্গের মধ্যে যন্ত্রপাতি ব্যবহার করা যায়নি। পাম্প করেই জল বের করার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে ১২টা ৫ মিনিট থেকে  পরিষেবা স্বাভাবিক করা গিয়েছে। তবে কর্তৃপক্ষ জানাচ্ছেন, এখন মেট্রো চলাচলে অসুবিধা না থাকলে অফিসের সময়ে তা বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। 
ট্রেনের ছবি...
উনিশ-বিশ এক রকম পরিস্থিতি হয় লোকাল ট্রেন-পরিষেবায়। সকালের দিকেও বেশ কিছুক্ষণ পর্যন্ত বন্ধ ছিল শিয়ালদা দক্ষিণ শাখার পরিষেবা। শেষমেশ, ৯টার পর ট্রেন ছাড়ার ঘোষণা হয়। প্রথমে ছাড়ার কথা ছিল আপ ক্যানিং লোকালের। এরপর একে একে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, সোনারপুর, বজবজ লোকাল ছাড়বে বলে শোনা যায়। কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিন লোকাল ট্রেন চলাচল ধাক্কা খাওয়ায় সুযোগ বুঝে চড়া ভাড়া হাঁকার অভিযোগ ওঠে ট্যাক্সিচালকদের বিরুদ্ধে। যাত্রীদের দাবি, চালকদের কেউ কেউ ২ হাজার, কেউ আবার ৩ হাজার টাকা ভাড়া হাঁকেন। অ্যাপ ক্যাবের পরিষেবা নিয়েও উষ্মা ছিল যাত্রীদের মধ্যে। অনেকের অভিযোগ, এদিন বুকিং নিয়েও বাতিল করে দিয়েছে বহু অ্যাপ ক্যাব। আর অটোরিকশা সে অর্থে দেখাই যায়নি। মহানগর তো বটেই, লাগোয়া এলাকারও বেশ কিছু অংশ যে রেমালের দাপটে জলভাসি হয়েছে, সেটি এদিন ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। উপকূলবর্তী এলাকার পরিস্থিতি গত কালের তুলনায় কিছুটা উন্নত হলেও এখনও অশান্ত। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন:হুইল চেয়ারেই জল পেরিয়ে হাসপাতালে, মেডিক্যাল কলেজে কীভাবে চলছে রোগী দেখা ?