মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: এসসি নিয়োগ নিয়ে আইনি টানাপোড়েন চলছেই। তার মধ্যেই এ বার সমবায় ব্যাঙ্কের চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে এল। শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ লোকজনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে বিক্ষোভে নামল বিরোধী দল বিজেপি। ওই সমবায় ব্যাঙ্কের বাইরে বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা।


সমব্যয় ব্যাঙ্কে নিয়োগে দুর্নীতির অভিযোগ


দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ঘটনা। শনিবার বালুরঘাট জেলা সেন্ট্রাল সমব্যয় ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান বিজেপি-র যুব মোর্চার নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ ব্যাঙ্কের বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে ব্যাঙ্কের চাকরির নিয়োগে লাগাতার দুর্নীতি চলছে। তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দিতে নিয়োগ প্রক্রিয়াতেও হেরফের ঘটানো হয়েছে বলে অভিযোগ তাঁদের। তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।


আরও পড়ুন: Murshidabad News: ধারাল অস্ত্রের কোপ ভিন্ন ভাবে সক্ষম যুবককে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন! দাবি পরিবারের


তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ


এ দিন ব্যাঙ্কের সামনে বিজেপি-র যুব মোর্চার নেতা-কর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ দেখান। রাস্তায় মিছিলও বার করেন। অভিযোগ তোলেন যে, পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ার বিচারে যোগ্যতমদের কোণঠাসা করে, এলাকায় তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় তদন্তের দাবি করেন তাঁরা। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন।


এ দিন বিজেপি-র যুব মোর্চার ওই বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। এ ছাড়াও তপনের বিধায়ক বুধরাই টুডু, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিষেক সেনগুপ্ত-সহ এলাকার অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের অভিযোগ, একের পর এক নিয়োগে দূনীত্বি করছেন বর্তমান চেয়ারম্যান।


পাশাপাশি বিজেপি-র আর অভিযোগ যে, সেন্ট্রাল সমবায় ব্যাঙ্কের তৃণমূল প্রভাবিত কর্মী ইউনিয়নের এক জন প্রভাবশালী নেতার পরিবারের লোকের এই প্যানেলে নাম রয়েছে। নাম রয়েছে বালুরঘাট পৌরসভায় দু’জন কাউন্সিলরের ঘনিষ্ঠ লোকের। এই সব অভিযোগ নিয়েই আজ বালুরঘাটে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। এলাকা উত্তেজনা ছড়ায়।