সনৎ ঝা, দার্জিলিং: আর কদিন পরেই শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন। তার আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা অশোক ভট্টচার্যের নিশানায় রাজ্যের শাসক দল তৃণমূল। শিলিগুড়ি শহর ও মহকুমা পরিষদ এলাকায় দীর্ঘদিন ধরেই জমি দখল, জমি দালালি সংক্রান্ত নানা অভিযোগ উঠেছে। এবার তা নিয়ে ফের তৃণমূলকেই নিশানা করলেন অশোক ভট্টাচার্য। 


তাঁর অভিযোগ, শিলিগুড়ি এলাকায় সমান্তরাল সরকার চালাচ্ছে জমি দালালরা। আর তৃণমূল তাদের টিকিয়ে রাখতে চাইছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের মুখে, এভাবেই শাসকদলকে নিশানা করলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। একই সুর বিজেপি বিধায়কের গলাতেও। যারা বাংলাকে বিক্রি করে দিয়েছে, তাদের মুখে এসব মানায় না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


রবিবার নির্বাচন:
আগামী রবিবার, ২৬ জুন, পাহাড়ে জিটিএ (GTA) ভোটের দিনই হবে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। তার আগে জমি দালালি-জমি ব্যবসা নিয়ে তৃণমূলকে নিশানা করার পাশাপাশি আত্মসমালোচনার সুরও উঠে এসেছে প্রাক্তন মেয়রের গলায়। 
এদিন সিপিএম নেতা ও শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র বলেন, 'আমাদের সময় জমি দালাল হয়নি। কিছু ছিল, তারা আমাদের ক্ষতি করেছে। আমি প্রকাশ্যে বলছি। কিন্তু আজ যা অবস্থা হয়েছে, তারা তো সমান্তরাল সরকার তৈরি করে ফেলেছে। তৃণমূল এদের টিকিয়ে রাখবে এবং তৃণমূলকে এরাও টিকিয়ে রাখতে চায়।' 


একই সুর বিজেপিরও:
একই অভিযোগ শোনা গিয়েছে শিলিগুড়ির বর্তমান বিজেপি বিধায়ক ও প্রাক্তন বাম নেতা শঙ্কর ঘোষের মুখেও। প্রাক্তন দলের নেতার অভিযোগকে কার্যত সমর্থন করেছেন শঙ্কর ঘোষ। তিনি বলেন, 'তৃণমূল যাঁদের নিয়ে এই নির্বাচনে লড়ছে, তাঁদের মূল ভিত্তি হচ্ছে জমি মাফিয়া হিসেবে পরিচিতি। দিদির উন্নয়নে ভেসে যাওয়া পশ্চিমবঙ্গের মানুষদের জব কর্ড, জমি কেড়ে নেওয়া, ভয় দেখানো এসব করে যখন ভোট চাইতে হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে রাজ্যের অবস্থা কী।'


তৃণমূলের পাল্টা কটাক্ষ: 
শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের আগে বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। শিলিগুড়ির তৃণমূল নেতা ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, 'যারা বাংলাকে বিক্রি করে দিয়েছে, তাদের মুখে এসব মানায় না। জমির দালাল এই ভাষাই এসেছে বামেদের কাছ থেকে। এরা বিজেপির দালাল, কংগ্রেসের দালাল।'


১৯৯০ সাল থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ বামেদের দখলে থাকলেও, এবার বামেরা প্রায় কোণঠাসা। এর আগে শিলিগুড়ি পুর এলাকাতেও বামেদের শোচনীয় পরাজয় হয়েছে। বিজেপি বিধানসভায় জিতলেও তার কোনও ছাপ রাখতে পারেনি পুর ভোটে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট হতে চলেছে চর্তুমুখী।


আরও পড়ুন: ২৫ কেজির ভেটকি, ২৬ হাজারে বিক্রি