সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রতিদিনের মতোই মাছ ধরতে রাতে বেরিয়েছিলেন তাঁরা। প্রতিদিনের নিয়ম মতো রাতেই নদীতে জাল ফেলেছিলেন। সারা রাত জালে মাছ ধরা পড়ার পরে ভোরবেলা সেই জাল টেনে তোলেন তাঁরা। কিন্তু, শুক্রবারের ভোরে তাঁদের জন্য অপেক্ষা করছিল একেবারে অন্যরকম চমক। বিশাল আকারের একটি ভেটকি মাছ।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম। সেখানেই রয়েছে গৌড়েশ্বর নদী। জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন সেখানেই মাছ ধরেন মৎস্যজীবী সুচিত্রা মল্লিক এবং তাঁর স্বামী বিশ্বনাথ মল্লিক। বৃহস্পতিবার রাতেও তাঁরা জাল ফেলেছিলেন নদীতে। ভোরের দিকে জালে টান পড়েছে টের পান তাঁরা। এতদিনের অভিজ্ঞতায় জালে টান অনুভব করেই মাছের ওজন আন্দাজ করার ক্ষমতা রয়েছে তাঁদের। শুক্রবার ভোরে টান দেখেই আন্দাজ করেছিলেন বড় আকারের কোনও মাছ ধরা পড়েছে। জাল টেনে তুলতেই মল্লিক দম্পতির চোখ কপালে। বিশাল আয়তনের একটি ভেটকি মাছ।
বড় মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে যায় এলাকায়। ওজন করে দেখা যায় মাছের আয়তন প্রায় ২৫ কেজি। ভিড় জমে যায় মাছ দেখতে। আশেপাশের মৎস্যজীবীরা এসেছিলেন। যাঁরা বাজার করতে আসেন তাঁরাও মাছ দেখার লোভ ছাড়তে পারেননি। স্থানীয়ার জানাচ্ছেন, প্রমাণ আকারের ভেটকি মাছ ধরার খবর পেয়ে অনেকেই চোখের দেখা দেখতে এসেছিলেন। অনেকে নাকি গাড়ি দাঁড় করিয়ে মাছ দেখে গিয়েছেন। সাধারণত এত বড় ভেটকি দেখা যায় না। ফলে এমন মাছ ধরা পড়লে তার দামও বিস্তর হয়। বাঙালির রসনাতৃপ্তিতে ভেটকি মাছের কদর বিশাল। বিভিন্ন লোভনীয় পদেই ব্যবহার হয় ভেটকি। ফলে ২৫ কেজির মাছ নিয়ে স্থানীয়দের উৎসাহও ছিল দেখার মতো।
কত দাম:
প্রথমে দাঁড়িপাল্লায় ওজন করে দেখা যায়, ভেটকির ওজন ২৫ কেজি ৩০০ গ্রাম। পরে নিলাম হয় মাছটির। ১ হাজার ৩০ টাকা প্রতি কেজি দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি হয় মাছটি।
আরও পড়ুন: টানা পাঁচদিন নেই বিদ্যুৎ, মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের