মোহন প্রসাদ, দার্জিলিং: অবলুপ্তির পথে চলে গিয়েছিল। কিন্তু প্রায় ১৭৮ বছর পর ফের একবার দার্জিলিংয়ের (darjeeling) সেঞ্চাল বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা মিলল এক বিরল প্রজাতির পাখির। যার নাম  এই নিয়ে দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিভিশনে আজ একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।


বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস উপলক্ষে আজ দার্জিলিং বন্যপ্রাণী বিভাগের প্রাঙ্গণে একটি কর্মশালা এবং সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে দার্জিলিং বন্যপ্রাণী বিভাগ, ডিএফও, সুরতনা এসএসএস শেরপা আনুষ্ঠানিকভাবে বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কিত বক্তব্য রেখেছেন। 


এদিকে, গাড়ি ভাড়ার নির্দিষ্ট কোনও তালিকাই হয়নি ১২ বছর। তার জেরে দার্জিলিংয়ে (Darjeeling) পর্যটক থেকে গাড়ি চালক, স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন বলে অভিযোগ। একই রুটে এক একরকম ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে গাড়িচালকদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে প্রশাসন গাড়ি ভাড়া নির্দিষ্ট করুক, দাবি সকলের।


দার্জিলিং (Darjeeling) থেকে শিলিগুড়ি (Siliguri)। শেয়ার গাড়িতে মাথা পিছু কেউ ভাড়া হাঁকছেন ২৫০, কেউ ৩০০। কেউ আবার ভাড়া বলছেন ৩৫০। উপায় না থাকায় সেই ভাড়া গুণেই যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক, সবাইকে। দীর্ঘ লকডাউনের পর করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পাহাড়মুখী হচ্ছেন পর্যটকরা। 


যদিও, গত কয়েকমাসে আবার দফায় দফায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দার্জিলিঙে (Darjeeling) শেয়ার গাড়ির ভাড়া বেড়ে গিয়েছে অলিখিতভাবে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট ভাড়া ঠিক করুক প্রশাসন, চাইছেন সকলেই।


এক পর্যটক বলছেন, এনজেপি (NJP)-দার্জিলিং (Darjeeling) আগে ২০০ নিচ্ছিল। এখন ৩০০-৩৫০ নিচ্ছে। একটু বেড়েছে। চালক মহাসঙ্ঘের প্রেসিডেন্ট তিলক গুরুঙ্গের কথায়, কার্শিয়ং থেকে শিলিগুড়ি থেকে ১৫০ ভাড়া নিচ্ছে। তেলের দাম বেড়েছে। মেনটেন্স খরচ গাড়ির। ভাড়া বাড়াতে। নতুন ভাড়া ঠিক করুক। বেআইনি জেনেও করছি। দার্জিলিং RTO- সূত্রে খবর, ২০০৮ সালে শেষ বার ভাড়ার তালিকা তৈরি হয়েছিল। 


আরও পড়ুন: দুর্যোগের আশঙ্কায় জনমানবহীন দিঘার সৈকত, বকখালিতে নিষেধের ঘেরাটোপে পর্যটকরা