বাগনান: বাগনানে (Howrah Bagnan) নদীর চরে পাওয়া গেল বিরল প্রজাতির অলিভ রিডলে (Olive Ridley) কচ্ছপের মৃতদেহ । সোমবার সকালে বাগনানের বাকসীহাটের মানকুরে রূপনারায়ণ নদীর চর থেকে উদ্ধার প্রায় ৪৫ - ৫০ কেজি ওজনের একটি সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ । কীভাবে ওই দেহ ভেসে এলো তা এখনও স্পষ্ট নয় ।
সকালে রূপনারায়ণ নদীতে ভাটা চলার সময় স্থানীয় বাসিন্দারা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে । খবর ছড়িয়ে পড়তেই বড় কচ্ছপ দেখতে গ্রামবাসীদের ভিড় জমে যায় । এলাকার পরিবেশপ্রেমী হিসাবে পরিচিত রাজু কোটাল খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে । কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ইমন ধাড়া-রা ঘটনাস্থলে পৌঁছন ।
তাঁরা দেহটি পর্যবেক্ষণ করে দেখেন কচ্ছপের দেহে কোন আঘাতের চিহ্ন নেই । তাঁরা বলেন, কয়েকদিন আগেই কচ্ছপটির মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় জেলা বন দফতরে। সোমবার দুপুরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটির দেহ উদ্ধার করে নিয়ে যান গড়চুমুক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে । সেখানে দেহটির ময়না তদন্ত করা হবে ।
বন্যপ্রাণ সংরক্ষক চিত্রক প্রামাণিক বলেন, "এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায় না । মাঝে মাঝে পথ ভুলে সমুদ্র থেকে নদীতে চলে আসে । নোনা জল থেকে মিঠে জলে আসার কারণে কচ্ছপটি অসুস্থ হয়ে থাকতে পারে । সেই কারণে মৃত্যু হতে পারে ।"
বন দফতর সূত্রে জানা গিয়েছে, নদী দূষণ বা সমুদ্র দূষণের ফলে, নাকি অন্য কিছু কারণে কচ্ছপটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর বোঝা যাবে । মৃত্যুর আসল কারণ জানা যাবে । উল্লেখ্য প্রতি বছর অস্ট্রেলিয়া থেকে ওড়িশার গড়িমারা সমুদ্র সৈকতে হাজার হাজার অলিভ রিডলে কচ্ছপ ডিম পাড়তে ভিড় করে । তাদের মধ্যে কেউ কেউ পথ ভুলে নদীতে এবং বিভিন্ন রাজ্যের সমুদ্র সৈকতে চলে আসে ।
আরও পড়ুন: দেওয়ালে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি, চোখ ধাঁধানো ডাইনিং টেবিল! এক ঝলকে কপিল দেবের বাড়ি