কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সভা-মিছিলে তাঁর উপস্থিতি ছিল বাঁধাধরা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে দলের হয়ে গান পর্যন্ত বেঁধে দিয়েছিলেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) যে 'নতুন তৃণমূল' গড়ার স্বপ্ন দেখছেন, তাতে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya ) জায়গা একরকম পাকাপাকি বলেই ধরে নিয়েছিলেন অনেকে (Trinamool Youth Congress)। কিন্তু বুধবার খানিকটা হলেও তাতে ছন্দপতন দেখা গেল। কারণ যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে বাদ গেলেন দেবাংশু। সংগঠনের দু'বছরের সাধারণ সম্পাদক দেবাংশুর নাম নেই কমিটিতে।
সংগঠনের দু'বছরের সাধারণ সম্পাদক দেবাংশুর নাম নেই যুব তৃণমূলের রাজ্য কমিটিতে
দেবাংশুর নাম না থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে সর্বত্র। আর তাতে ইন্ধন জুগিয়েছে তাঁরই ফেসবুক পেজ। কারণ সর্বশেষ আপডেট অনুযায়ী, তাতে জানানো হয়েছে, যুব তৃণমূলের কাজ ছেড়ে দিয়েছেন দেবাংশু। তাতেই জল্পনা আরও জোর পেয়েছে। যদিও তৃণমূলের রাজ্যস্তরের মুখপাত্র হিসেবে ফেসবুকে যে প্রোফাইল রয়েছে দেবাংশুর, তাতে ঘণ্টাখানেক আগেও এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছেন দেবাংশু, যেখানে দলের হয়ে সুর চড়াতে শোনা যায় তাঁকে।
যুব তৃণমূলের কমিটিতে দেবাংশুর নাম না থাকা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত। তবে ফের একবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। তাহলে দেবাংশু কেন বাদ গেলেন, কেন পদ হারাতে হল তাঁকে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই। তৃণমূলের চাকরি ছাড়ার কথা বলে কি দল ছাড়ার বুঝিয়েছেন দেবাংশু! উঠছে সেই প্রশ্নও।
তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, বিগত দুই বছর ধরে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন দেবাংশু। সেই দেবাংশু কেন বাদ পড়লেন, উঠছে প্রশ্ন। ফেসবুক পোস্ট ঘিরেও শুরু হয়েছে আলোচনা। যদিও বিষয়টি সামনে আসার পর পরই তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ফেসবুকে লেখেন, 'অকারণ বাড়তি জল্পনা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর'।
দেবাংশুর নাম না থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে সর্বত্র
বুধবার যুব তৃণমূলের তরফে ৪৭ জনের রাজ্য কমিটি তৈরি করা হয়েছে। তাতে সভানেত্রী রয়েছেন সায়নী। চার জন সহ-সভাপতি হয়েছেন, তাঁরা হলেন, অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী, স্বর্ণকমল সাহার ছেলে অর্পণ সাহা, শুভঙ্কর সিংহ এবং সুশান্ত মাহাতো। ১৭ জন হয়েছেন সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হয়েছেন ১৭ জন। ৮ জন হয়েছেন একজিকিউটিভ কমিটির সদস্য। তাতে কোথাও নাম নেই দেবাংশুর। স্বভাবতই প্রশ্ন উঠছে।