কলকাতা: সোমবার প্যারোলে ছাড়া পাচ্ছেন সারদাকাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee)। অসুস্থ মাকে দেখতে যেতে সোমবার ৪ ঘণ্টার জন্য প্যারোলের আবেদন মঞ্জুর। সোমবার ৪ ঘণ্টার জন্য দমদম জেল থেকে প্যারোলে ছাড়া পাবেন দেবযানী। অসুস্থ মা, দেখতে যেতে চাই, বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন দেবযানী। ৫ জুন ৪ ঘণ্টার জন্য প্যারোলে ছাড়ার অনুমতি বিশেষ সিবিআই আদালতের। 


প্যারোলে ছাড়া পাচ্ছেন দেবযানী: ২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে ধরা পড়েন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। সেই থেকে তাঁরা জেলে আছেন। প্রসঙ্গত, বাংলায় চলা সবকটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দেবযানী মুখোপাধ্যায়। কিন্তু এখনও দমদম জেলেই রয়েছেন তিনি। কারণ, সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় ওড়িশা, ঝাড়খণ্ডে দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। মা অসুস্থ বলে তাঁকে দেখার জন্য বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন দেবযানী। অবশেষে সেই আবেদনে সাড়া দিল। সোমবার ৪ ঘণ্টার জন্য দমদম জেল থেকে প্যারোলে ছাড়া পাবেন দেবযানী মুখোপাধ্যায়।         


সারদাকাণ্ডে (Sarada Scam) সিআইডি-র (CID) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে গতবছর সিবিআইকে চিঠি দেন দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মা শর্বরী মুখোপাধ্যায়ের। সিআইডি-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সেই চিঠিতে তিনি জানিয়েছেন, ‘মেয়েকে মানসিক চাপ দিচ্ছে সিআইডি। শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর নামে অভিযোগ করার জন্য চাপ’ দেওয়া হয়েছে বলে অভিযোগ। 'দেবযানীকে চাপ দিয়েছে সিআইডি', বিস্ফোরক অভিযোগ দেবযানীর মায়ের। মূলত জেল বন্দি দেবযানী এমনটাই অভিযোগ জানিয়েছেন তাঁর মাকে।                 


সিআইডি-র বিরুদ্ধে চিঠিতে অভিযোগ জানিয়ে দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় জানান, ‘সারদার থেকে টাকা নিয়েছেন শুভেন্দু ও সুজন। সারদার থেকে দুজনেই নিয়েছেন ৬ কোটি টাকা করে। তাঁর সামনেই টাকা দেওয়া হয়েছে বলে বয়ান দিতে দেবযানীকে চাপ। অভিযোগ না করলে আরও ৯টি মামলায় ফাঁসানো হবে' বলে চাপ। গতবছর ২৩ অগাস্ট সিআইডির বিরুদ্ধে দমদম জেলে গিয়ে চাপ দেওয়ার অভিযোগ তোলেন শর্বরী মুখোপাধ্যায়। সিবিআইকে দেওয়া দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।                


আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও