ধূপগুড়ি, উত্তরবঙ্গঃ 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থাকতে বাংলাভাগ হতে দেব না', ধূপগুড়ির দলীয় সভা থেকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন ধূপগুড়ি সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গেরুয়া শিবিরকে বাংলাভাগের ইস্যুতে নিশানা করেন। তিনি বলেন, বিজেপিকে (BJP) বাংলাভাগ করতে দেব না। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ (North Bengal and South Bengal) বলে কিছু নেই। শুধু আছে পশ্চিমবঙ্গ (West Bengal)।
প্রসঙ্গত, বাংলাভাগের ইস্যুতে গত বছর থেকে কম জল ঘোলা হয়নি। উত্তরবঙ্গে একের পর এক বিজেপির শীর্ষ নের্তৃত্ব গিয়েছেন। বিজেপির হেভিওয়েট জন বার্লা সভা করতে গিয়ে এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন। তারপরেই বিতর্কের ঝড় ওঠে। এদিকে সেই বাংলাভাগের ইস্যু উঠতেই উত্তাল হয় উত্তরবঙ্গ। সামাল দিতে সফর করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মূলত, পৃথক উত্তরবঙ্গের দাবিতে দিনের পর দিন গেরুয়াশিবিরের একাধিক নেতা এটা সাধারণ মানুষের দাবি বলে সরব হয়েছেন। যদিও একটুও ক্ষোভের আগুন নেভেনি। তবে সম্প্রতি রাজ্যে এসে দলীয় বৈঠকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাফ জানিয়েছেন,পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে দলের বাইরে কেউ কথা বলবেন না। যদিও কার্শিয়াং-র বিজেপি বিধায়ক বিষ্ণুপদ শর্মার বক্তব্যের পরে ফের বিতর্ক উসকে যায়। তবে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি এই বিতর্কে জল ঢেলেছেন। দলের এমন কোনও লক্ষ্য নেই বলেই দাবি তাঁদের। আর এদিন সেই বাংলাভাগের ইস্যুতেই গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,' উত্তরবঙ্গ বলে তৃণমূলের অভিধানে কোনও শব্দ নেই। আমাদের অভিধানে দার্জিলিং, কালিম্পং, মালদা, জলপাইগুড়ি রয়েছে। আলাদা করে কেউ যদি ভাবেন, বাংলাকে ভাগ করবে, তাহলে শেষ রক্তবিন্দু অবধি লড়াই করব। কিন্তু কিছুতেই বাংলাকে ভাগ হতে দেব না', প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন তৃমমূলের টিকিট পাওয়া নিয়ে তিনি বলেন, কোনও দাদা দিদিকে ধরে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে এদিন ফের সরব হন তৃণমূলের যুবরাজ।