কলকাতা : মাঝ কুড়িতেই ধরা পড়ছে হার্টের নানারকম সমস্যা। হার্ট অ্যাটাক ছাড়ছে না মাঝকুড়ির তরুণকেও। চুপিসাড়ে বুকে বাসা বাঁধছে নানা রোগ। যা হয়ত অনেকে প্রথম পর্যায়ে বুঝতেও পারছেন না। যখন, মালুম হচ্ছে, তখন রীতিমতো জাঁকিয়ে বসেছে অসুখ। অতর্কিতেই ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে তরুণদেরও।  তবে হার্ট অ্যাটাক মানেই কি শুরু থেকে বুকে ব্যথা হবে ? নাহ্, তেমনটা নাও হতে পারে। এক্কেবারে অন্যান্য উপসর্গ নিয়ে হৃদযন্ত্রে বাসা বাঁধতে পারে রোগ। এই বিষয়ে জানালেন, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. অর্পণ চক্রবর্তী ( ECMO Physician Consultant Cardiac Anesthesia and Critical)। 

যাঁরা ডায়াবটিক, বিশেষত মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলি অন্যভাবে আসতে পারে। খুব বেশ বুকে যন্ত্রণা না হলেও অন্য কিছু লক্ষণ দেখা যায়। 



  • হালকা থেকে বেশি শ্বাসকষ্ট হতে পারে। 

  • যখন মনে হয়, শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে । একটু অক্সিজেন পেলে ভাল হত। 

  • প্রচণ্ড ঘাম হওয়া। 

  • হঠাৎ মাথা ঘুরে যেতে পারে। 

  • রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যাওয়া । 

  • হালকা ফেন্টিং অ্যাটাক হওয়া 

  • অনিয়মিত হার্ট বিট । হঠাৎ বুক ধড়ফড়ানি হওয়া । 

    এই কোনও উপসর্গগুলিকেই কিন্তু এড়িয়ে গেলে হবে না। প্রতিটিই হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ। বুকে ব্যথা হৃদরোগের উপসর্গ ঠিকই, কিন্তু শরীরের অন্য জায়গায় ব্যথাও কিন্তু হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে । 

  • মাড়িতে যন্ত্রণা

  • পিঠে হঠাৎ করে যন্ত্রণা 

  • পাকস্থলীর ঠিক উপর দিকে ব্যথা, অনেকে গ্যাস-অম্বলের সঙ্গে এই ব্যথাটি গুলিয়ে ফেলেন।

    আরও পড়ুন :

     পিরিওডের যন্ত্রণা ম্যাজিকের মতো কমাবে এই ১০ সুপারফুড


     

    তাই শরীরের কোনও জায়গায় হঠাৎ যন্ত্রণাকে কখনই আন্দাজে গ্যাস-বদ হজমের ব্যথা ভেবে তুচ্ছ করা ঠিক নয়। প্রাণ বাঁচাতে হার্টের কেয়ার নিতে হবে আগে থেকেই। দেখাতে হবে চিকিৎসককে। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে হবে। 

    বুকে ব্যথা তো নানা রকমের হতে পারে। এর মধ্যে ঠিক কোন ধরনের বুকে ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ। জানালেন ডা. অর্পণ চক্রবর্তী। 

    কোথায় হয় এই ব্যথা ?



    • ব্যথা হতে পারে বুকের ঠিক মাঝখানে 

    • বুকের বাঁদিকেও মোচড় দিয়ে ব্যথা হতে পারে

    • ব্যথার ধরন খুবই তীক্ষ্ণ 

    • মনে হবে শ্বাস আটকে যাচ্ছে।

    • বুকে ভীষণ চাপ অনুভূত হতে পারে। 

    • বাঁ হাত দিয়ে ব্যথাটা আস্তে আস্তে নামতে শুরু করে । 

    • কুল কুল করে ঘাম হয়

    • মাথা ঘুরে যেতে পারে ।

    • সঙ্গে থাকতে পারে বমি ভাব।