জলপাইগুড়ি: ধূপগুড়িতে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি। মূলত এদিন সকালে জুড়াপানি ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়ের বুথের দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাজ্য পুলিশের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী তাপসী রায় (BJP Candidate Tapasi Roy)।


প্রথমে পুলিশ কনস্টেবলের সঙ্গে কথোপকথনে ২০০ মিটারের মধ্যে তাঁদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাপসী রায়ের অভিযোগের পর দরজার সামনে থেকে সরে যেতেও দেখা যায় পুলিশকে। কিন্তু ক্ষণিকেই পট পরিবর্তন। ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আইনের পাঠ শেখান বিজেপি প্রার্থীকে। এবং সরাসরি বলেন, 'অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে যান।' স্বাভাবিকভাবেই এই ঘটনাতেই বিতর্ক মোড় নেয়। এরপরেই অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি।


মূলত, 'বুথের দরজায় দাঁড়িয়ে কেন ভোটারদের স্লিপ দেখছিলেন রাজ্য পুলিশ কনস্টেবল? পুলিশ কনস্টেবলের এই ভূমিকার তীব্র আপত্তি জানান বিজেপি প্রার্থী তাপসী রায়। কমিশনের গাইড লাইডলাইন অনুযায়ী, রাজ্য পুলিশ শুধুমাত্র ভিড় নিয়ন্ত্রণ করবে, পরিচয়পত্র যাচাই করবে না। এরপরই বিজেপি প্রার্থীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার যে ব্যবহার করলেন, তা অত্যন্ত আপত্তিকর। বিজেপি প্রার্থীর সঙ্গে একজন পুলিশ অফিসারের এই আচরণ অত্যন্ত বেমানান। অবিলম্বে ওই অতিরিক্ত পুলিশ সুপারকে ডিউটি থেকে সরিয়ে জেলার বাইরে পাঠানো হোক', অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে দাবি বিজেপির।


উল্লেখ্য, এদিন নির্দিষ্ট সময় মেনেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন।


আরও পড়ুন, যাদবপুরের মৃত পড়ুয়ার নামে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ


বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। অন্যদিকে, উপ নির্বাচনের মাত্র ২ দিনে আগে রবিবার ২০২১-এ পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে।  কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ?  জানা যাবে ৮ সেপ্টেম্বর।