মুম্বই: সর্ষে ক্ষেতে হাত ছড়িয়ে গান গাওয়াই নয় শুধু, অভিনয়েও কম যান না বলিউডের (Bollywood) ‘বাদশা’। ২০০৪ সালে ‘স্বদেশ’ (Swades) ছবির হাত ধরেই তারকা থেকে সুঅভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। শুক্রবার সেই ছবিই ১৭ বছর পূর্ণ করল।
২০০৪ সালের ১৭ সেপ্টেম্বর মুক্তি পায়। ছবিতে প্রবাসী ভারতীয় (NRI) মোহন ভার্গবের চরিত্রে অভিনয় করেন শাহরুখ। মার্কিন গবেষণা সংস্থায় (NASA) কর্মরত মোহন ছোটবেলার আয়াকে আমেরিকা নিয়ে যেতে ভারতে আসে। কিন্তু ঝাঁ চকচকে জীবনে অভ্যস্ত মোহন চরণপুর গ্রামের সঙ্গে নিজের আত্মিক যোগ খুঁজে পায়। শিকড়ের টান বুঝতে পারে।
শাহরুখের বিপরীতে ‘স্বদেশ’ ছবিতে ডেবিউ করেন গায়ত্রী জোশী (Gayatri Joshi)। নায়িকা হিসেবেই এটাই তাঁর প্রথম এবং শেষ ছবি। বিয়ের পর এখন পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত গায়ত্রী। কিন্তু আজও ‘স্বদেশ’ খ্যাত নায়িকা হিসেবেই পরিচিত তিনি।
আরও পড়ুন: কবে মুক্তি পাবে যীশু-সোলাঙ্কির 'বাবা, বেবি ও'?
২০০১ সালে ‘লগান’-এর (Lagaan) পর ‘স্বদেশ’ই প্রথম বড় ছবি আশুতোষ গোয়ারিকরের (Ashutosh Gwarikar)। তাঁর ছবিতে অভিনয় করতে তখন উৎসুক সকলেই। আশুতোষ যদিও শাহরুখকেই চেয়েছিলেন। কিন্তু তারকার খোলস ছেড়ে এই ছবিতে অভিনয় করতে প্রথমে রাজি হননি শাহরুখ। ছবির গল্প ভাল লাগলেও, মুখের আশুতোষকে না বলে দেন তিনি। আশুতোষের জোরাজুরিতেই ছবিটি করতে রাজি হন শেষমেশ।
পরবর্তী কালে যদিও ‘স্বদেশ’কে নিজের সেরা কাজ এবং হৃদয়ের কাছাকাছি বলে ব্যাখ্যা করেন শাহরুখ। জানান, ছবিতে অভিনয় করতে গিয়ে এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন যে, শেষ দৃশ্য এখনও দেখতে পারেন না। উল্লেখ্য, ‘স্বদেশ’ই প্রথম ছবি, নাসার ভিতরে যার শ্যুটিং হয়েছিল।
এক বার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কাছে জানতে চাওয়া হয়েছিল, শাহরুখ অভিনীত তাঁর প্রিয় ছবি কোনটি। বিন্দুমাত্র সময় নষ্ট না করে অমিতাভ ‘স্বদেশ’-এর নাম নেন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন এআর রহমান (AR Rahman)। তাঁর কথায়, ‘স্বদেশ’ দেখে এত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে এক সময় প্রবাসী ভারতীয়রা দলে দলে ভারতে ফিরতে শুরু করেছিলেন।