ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগেই কি ধর্মীয় ভাবাবেগে গতি আনতে চাইছে দেশ তথা বঙ্গের রাজনৈতিক দলগুলি ? গতমাসে ইতিমধ্যেই হেভিওয়েট ইভেন্ট ছিল রামমন্দিরের উদ্বোধন। এদিকে দিঘার জগন্নাথ মন্দিরের ইস্যুতে এবার তোপ দাগলেন শুভেন্দু। বললেন,'কাটমানির টাকায় দিঘায় জগন্নাথ ধাম..'।
এদিন শুভেন্দু বলেন, মোদিজিকে আনতে হবে। মোদিজিকে ৪০০ পার করাতে হবে। এবং মোদিজি আমাদের রামমন্দির দিয়েছেন। আর এখানে যেটা হচ্ছে, এটা মন্দির নয়। জগন্নাথ ধাম একটা সাংষ্কৃতিক কেন্দ্র প্রভু জগন্নাথের নামে । সরকারি টাকায় কোনও ধর্মের স্থান হয় না।আমরা যে অযোধ্যার মন্দির করেছি, সব হিন্দুর টাকায়। হিন্দুরা চাঁদা দিয়ে করেছে।.. আমরা সবাই হিন্দুরা করেছি। আর এখানে চোর মমতা, কেএমডিএ-কে দিয়ে ৫০ শতাংশ কাটমানি খেয়ে, ববি হাকিম কাটমানি খেয়ে, এখানে ১৮০ কোটি টাকা ! যেখানে গ্রামে গ্রামে জল নেই, শৌচাগার নেই, নিকাশি ব্যবস্থা নেই ! কৃষকদের কোনও সুযোগ সুবিধা নেই। মহিলাদেরও নেই। সেখানে ১৮০ কোটি টাকা দিয়ে জগন্নাথ ধাম সাংষ্কৃতিক কেন্দ্র করেছে।আমরা হিন্দুরা এই রকম জায়গায় পুজাপাঠ করি না।'
অপরদিকে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, লোকসভা ভোটে এখানে কয়েক লক্ষ ভোটে কাঁথি হারবে। আর এই সিটে ৫০ হাজার মাইনাস হবে। এদিকে পাল্টা তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ক্ষমতা থাকলে হারাক।লোকসভা ভোটে কাঁথি দখলের হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, ভগবানপুরের জুখিয়াতে বিজেপি কর্মীদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগে,নন্দীগ্রামের কায়দায় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন তিনি।সরাসরি নিশানা করলেন ভূপতিনগর থানার ওসিকে।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এর পরে এই গ্রামে ৪১-এ নোটিস না দিয়ে, ওয়ারেন্টের নোটিস না দিয়ে এইভাবে বর্গীর মতো হামলা করলে আপনারা শঙ্খধ্বনি করবেন। নন্দীগ্রামের কায়দায়, যে ভাষায় উত্তর দিলে মমতার পুলিশ, চোর মমতার পুলিশ। সেই ভাষায় উত্তর দেবেন। রবিবার X হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী।
বিজেপির অভিযোগ, তল্লাশির নামে ভগবানপুরের জুখিয়াতে দলীয় কর্মী সমর্থকদের উপর অত্যাচার করে পুলিশ। বুধবার, সেই দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। এই এলাকাও কাঁথি লোকসভার মধ্য়েই পড়ে। যে কাঁথিতে ২০১৯-এর লোকসভা ভোটে, তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ১ লক্ষ ১১ হাজার ৬৬৮। এই কেন্দ্রে সেবার তৃণমূলের প্রতীকে লড়েছিলেন শিশির অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথির সাংসদকে তৃণমূলের আর কোনও কর্মসূচিতে দেখা যায়নি, উল্টে বিজেপির মঞ্চে দেখা যায় তাঁকে। এবার সেই কাঁথি দখলের চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, 'কেন্দ্র না দিলেও আমরা টাকা পাঠানো শুরু করেছি..', বড় বার্তা মুখ্যমন্ত্রীর
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, লোকসভা ভোটে এখানে কয়েক লক্ষ ভোটে কাঁথি হারবে। আর এই সিটে ৫০ হাজার মাইনাস হবে। আমরা ব্রিটিশ তাড়ানি লোক, আমরা নন্দীগ্রাম করা লোক, এখানে যত অত্যাচার করবে, লোক তত আমাদের পক্ষে হবে। এদের ছাড়ব না আমরা। যত মারবে তত বাড়বে। কুণাল ঘোষ বলেন, যদিও, এই ঘটনা প্রসঙ্গে, ভূপতিনগর থানার তরফে জানানো হয়েছে,ওই এলাকায় কয়েকজন আসামি লুকিয়ে ছিল, তাঁদের খুঁজতে পুলিশ সেখানে গেছিল। এদিন শুভেন্দু অধিকারীর পাল্টা ভগবানপুরে সভা করে তৃণমূলও। বিজেপির অত্য়াচারে একাধিক পরিবার সেখানে ঘরছাড়া বলে অভিযোগ করে তারা। বোরোজ এলাকায় এমনই ১৩টি পরিবারকে নিয়ে মিছিল করে তৃণমূল।