কলকাতা: কী সিবিআই (CBI), কী তৃণমূল (TMC), গত কয়েক দিন ধরে ক্ষুরধার আক্রমণ চালিয়েই যাচ্ছেন তিনি। এ বার শহর কলকাতার সাধারণ মানুষের মনোভাব নিয়েও ক্ষোভ উগরে দিলেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর মতে, দুর্নীতি নিয়ে মাথা ঘামানোর পক্ষে নন কলকাতাবাসী (Kolkata)। একমাত্র নিজেদের সুবিধা নিয়েই বেশি চিন্তা তাঁদের।
তৃণমূলকে জেতানোয় এ বার কলকাতাবাসীর উপর ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ
মঙ্গলবার সকালে ইকোপার্কে প্রাতঃর্ভ্রমণে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। সেখানে রাজ্যে শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খোলেন। আর তাতেই কলকাতাবাসীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দিলীপ বলেন, "কলকাতার লোক দুর্নীতি নিয়ে চিন্তা করেন না। কলকাতাবাসীরা নিজেদের সুবিধা নিয়ে চিন্তা করেন। তাঁরাই ভোট দিয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের জেতান। কারণ তাঁদের সততা-নিষ্ঠা-ন্যায়ের প্রশ্ন নেই। নিজেদের সুবিধা নিয়েই থাকেন।"
কলকাতাবাসীর চরিত্র তুলে ধরছেন বলেও মন্তব্য করেন দিলীপ। তাঁর বক্তব্য, "এতবড় দুর্নীতি নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে। কলকাতায় কেউ টুঁ শব্দটি করছেন না। আমরা ভাবি, শিক্ষিত বাঙালি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। জন আন্দোলনে নেতৃত্ব দেবেন। এখন উল্টোটা হয়ে গিয়েছে।"
এর আগে, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যবাসীর উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তদানীন্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়ও। রাজ্যবাসীর বোধবুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ঘটনাচক্রে এখন তিনি তৃণমূলের মন্ত্রী। তবে সেই সময় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে তিনি যে সমালোচনায় ভয় পান না, তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ। তাঁর কথায়, "আমি সত্যি কথা বলি, কারও খারাপ লাগলে কিছু করার নেই। এখানকার বাঙালির চরিত্র বলছি। আমরা কালীঘাটের কাছে থাকি, তাতেই আনন্দে আছি। ভিখারি থাকি, জল না থাক, আলো না থাক, রাস্তা না থাক, চাকরি না থাক, কোনও যায় আসে না। ৬০ হাজার টাকা পেলেই খুশি। দুর্গাপুজো করব, নাচব, গাইব, খাব, সব ভুলে যাব।" আসন্ন দুর্গাপুজোয় ক্লাবগুলির অনুদান বাডা়নোর কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গেই দিলীপের এমন মন্তব্য।
একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন দিলীপ
দিলীপের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, "আমার মনে হয়, দিলীপবাবু অবসাদে ভুগছেন। তাঁর কোনও অধিকার নেই কলকাতা এবং বাংলার মানুষকে এ ভাবে অপমান করার। কলকাতা ছাড়া অন্যত্রও তো হারছে বিজেপি! বিজেপি-র এখনকার যিনি সভাপতি, তার ওয়ার্ডেও তো বিজেপি হারছে, তৃণমূল জিতছে! আপনার হিম্মত থাকলে কলকাতার বুকে প্রার্থী হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করুন! কলকাতা নিয়ে এত কথা বলছেন, তা আসুন না একবার! আসন্ন যে কোনও নির্বাচনে দিলীপ ঘোষ প্রার্থী হয়ে দেখান। আমরাও দেখিয়ে দেব, দিলীপ ঘোষ সুদ্ধ গোটা বিজেপি-কে কীভআবে হারাতে হয় দেখিয়ে দেব।"
এ দিন সকালে রাজ্য সরকারের বকেয়া টাকা আটকে দিয়েছেন বলেও মন্তব্য করেন দিলীপ। জানান, বঙ্গ বিজেপি-র (West Bengal BJP) কথাতেই বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকারকে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। স্বভাবতই তাতে বিজেপি-র অস্বস্তি বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ কেন্দ্র বকেয়া না মেটানোতেই বাংলার গ্রামেগঞ্জে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে লাগাতার অভিযোগ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়" data-type="interlinkingkeywords">মমতা এবং তাঁর দলের নেতা-মন্ত্রীরা।