কলকাতা : সিঙ্গুরে (Singur) টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা না হওয়ায়, রাজ্য় সরকারকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই নিয়েই লোকসভা ভোটের আগে ফের চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এবার সিঙ্গুর ইস্যুতে একযোগে সিপিএম ও তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 'চালু হয়ে গিয়েছিল প্রায় ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিকে নিজের রাজনৈতিক স্বার্থে বন্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে চাষিদের ক্ষতি হয়েছে, ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে, শিল্পপতিদের ক্ষতি হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে। কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হয়েছে।' এমনই মন্তব্য করলেন দিলীপ।
নন্দীগ্রাম ও সিঙ্গুর....এই দুই জমি আন্দোলন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ক্ষমতায় উত্থানের রাস্তা প্রশস্ত করেছিল। কিন্তু, সিঙ্গুরে টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা না হওয়ায়, রাজ্য় সরকারকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। টাটা গোষ্ঠী জানিয়েছে, আরবিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশ মতো তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা দিতে হবে রাজ্য সরকারকে। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত, ১১ শতাংশ হারে সরকারকে সুদ দিতে হবে, তখন সেই টাকা তৃণমূলের পার্টি তহবিল থেকে দেওয়ার দাবি গতকালই তুলেছেন শুভেন্দু।
এবার সেই সুরেই তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ। একই বন্ধনীতে ফেললেন সিপিএমকেও। দিলীপ বলেন, 'ন্যানো ফ্যাক্টরিকে জমি দিয়েছে সিপিএম। তিন ফসলি জমি। সবথেকে দামি, সবথেকে উর্বর জমি হুগলির। সেটা দিয়ে একটা ভুল করেছে। চালু হয়ে গিয়েছিল প্রায় ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিকে নিজের রাজনৈতিক স্বার্থে বন্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে চাষিদের ক্ষতি হয়েছে, ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে, শিল্পপতিদের ক্ষতি হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে। কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হয়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন। দেশের সর্বনাশ করে, বাংলার সর্বনাশ করে যাঁরা রাজনীতি করেন, তাঁদের সাজা পাওয়া উচিত। আগে বাংলার লোকের কাছে ক্ষমা চাক তৃণমূল ও সিপিএম। যতই কোর্টে যাক, আজ হোক বা কাল...জরিমানা তো দিতেই হবে। সেই জরিমানা পশ্চিমবঙ্গের লোকের করের টাকায় দেব না। কারণ, আমাদের অনেক ক্ষতি করেছেন আপনি। তৃণমূলের নেতারা এখানকার টাকা-পয়সা চুরি করেছেন, ঝেরেছেন। প্রায় ৬০০ কোটি টাকা। সেগুলো উদ্ধার করে টাটাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।'
আরও পড়ুন ; শিল্প আটকাতে যাননি মমতা, পরিস্থিতির জন্য দায়ী বামফ্রন্ট, BJP-তে থেকেই বললেন সিঙ্গুরের মাস্টারমশাই