কলকাতা : ফের রাজ্য সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ দিলীপ ঘোষের। পুরভোট থেকে পেট্রোল ডিজেলের দাম, সবকিছু নিয়েই রাজ্যকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। সূত্রের খবর, বড়দিনের আগেই কলকাতা, বিধাননগর, হাওড়ার পুরভোট এবং ফল ঘোষণা সেরে ফেলতে চায় রাজ্য। তারপর দু-তিন দফায় বাকি পুরসভায় ভোট হতে পারে। লোকসভার তুলনায় বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে রাজনীতির সমীকরণ পুরো পাল্টে গিয়েছে । বিজেপির দাবি, এই কারণেই এখন পুরভোট নিয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার। তবে এদিন দিলীপ ঘোষ বলেন, 'পুরভোটের জন্য বিজেপি প্রস্তুত।  এক বছর আগে থেকে দল পুরভোটের জন্য প্রস্তুত থাকলেও রাজ্য সরকারই এতদিন তা করেনি বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 



আরও পড়ুন  :


পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়িয়ে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র: মমতা বন্দ্যোপাধ্যায়


রাজ্যে পেট্রোল ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানোর দাবিতে আজও পেট্রোল পাম্পে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির।  দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানান, জেলায় জেলায় মানুষকে বিষয়টি জানাতে প্রচার চালানো হবে।  সোমবার রাজ্যেও পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর দাবিতে মিছিল করে বিজেপি। তা ঘিরে ধুন্ধুমারকাণ্ড বেঁধে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি নেতা, কর্মীদের। বিজেপি রাজ্য দফতরের দু’দিকের রাস্তায় ব্যারিকেড আটকে মিছিল আটকায় পুলিশ। মিছিল আটকানো নিয়ে শুরু হয় তৃণমূল-বিজেপি তরজা। এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ বলেন, বিক্ষোভ চলবে। 




 


২০ এপ্রিল থেকে দু’দিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে। ইকো পার্কে বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে এ’কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লগ্নি টানতে বিদেশে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে, কটাক্ষ করেছে বিজেপি। দিলীপ ঘোষ এদিন বলেন,  'বিশ্ব বঙ্গ সম্মেলন করে কি লাভ?  বছর বছর সেই এক অতিথি, এক বক্তা।' এইভাবেই রাজ্য সরকারের প্রস্তাবিত সম্মেলন নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর, রাজ্যে ফের শিল্প সম্মেলন করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। লগ্নি টানতে নিজে যেতে পারেন বিদেশে, রাজ্যপালকেও বিদেশে যেতে অনুরোধ। মুখ্যমন্ত্রীর অনুরোধ গ্রহণও করলেন রাজ্যপাল। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি  সুকান্ত মজুমদার বলেন, 'যিনি শিল্প নষ্ট করছেন, তিনিই শিল্পের কথা বলছেন। হলে ভাল... আমাদের সাহায্য চাইলে, সহযোগিতা করব'