কলকাতা : রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্য নিয়েই এবার তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ‘তৃণমূল নেত্রী যশবন্ত সিন্হাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন।
কিন্তু তাঁকে প্রচার করতে বাংলায় আসতে দিচ্ছেন না’ । তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন, দ্রৌপদী মুর্মুর কথা আগে বললে ভেবে দেখতাম। যশবন্ত সিন্হাকে এভাবে অপদস্থ করার কী মানে?’
এখানেই থামেননি দিলীপ ঘোষ। ‘তৃণমূলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন’ ...বিস্ফোরক দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
অন্যদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেন পাল্টা কটাক্ষ করে বলেন, ‘বিজেপির আদিবাসী-প্রীতির নমুনা দেশ দেখেছে’ !
আরও পড়ুন :
' এভাবে হিন্দুদের অপমান করা যায় না ' কালী-মন্তব্যে মহুয়াকে একহাত নিলেন শুভেন্দু
১৮ জুলাই, রাষ্ট্রপতি নির্বাচন। NDA’র দ্রৌপদী মুর্মুর সঙ্গে লড়াই । বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হার। তার আগে, শুক্রবার ইসকনের রথযাত্রার সূচনা করতে গিয়ে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনিবলেন,
'' আগে থেকে যদি বিজেপি জানাত, যে একজন আদিবাসী মহিলাকে প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম, এটা বৃহত্তর স্বার্থের কারণে, আমরা যে বিরোধীরা ১৬-১৭টা দল আছে, আমরা বসে একটা সিদ্ধান্ত নিতে পারতাম, যে একটা ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী হলে দেশের পক্ষে ভাল হত''
মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি যখন আমাদের ফোন করেছিল, তখন শুধু আমাদের সাজেশন জানতে চেয়েছিল, কিন্তু ওদের সাজেশন আমাদের জানায়নি।
অন্যদিকে, তৃণমূলের তরফে জানানো হয়েছে,দলের সাংসদরা সকলেই বিরোধী জোটের প্রার্থী প্রার্থী যশবন্ত সিন্হাকেই ভোট দেবে।