অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: লোকসভা ভোটের এখনও আরও বাকি কয়েক মাস। তার আগেই বিজেপি বিধানসভা ভিত্তিক বুথের নেতা এবং কর্মীদের নিয়ে বুথ সম্মেলন শুরু করে দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 


আজ দাঁতন বিধানসভা জানাবাড় গ্রামে অনুষ্ঠিত হল বিজেপির বুথ সভাপতিদের নিয়ে 'কর্মী সম্মেলন।' এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ কয়েকটি মাস পরে লোকসভা ভোটের নির্বাচন আর সেই লোকসভা ভোটের আগে বুথে কর্মীদের সংগঠনকে আরও মজবুত করতে এই কর্মী সম্মেলন বলে জানা গিয়েছে। এবং বিজেপি ছেড়ে চলে গিয়ে তৃণমূলে যোগ দেওয়া কিছু কর্মীদের হাতে আবারো ফিরে আসায় তাদের দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।


দিলীপ ঘোষ বলেন, সমস্ত বিধানসভায় বুথ সভাপতি ও শক্তি, প্রমুখদের নিয়ে কর্মী সম্মেলন চলছে। গ্রাসরুট স্তরে বিজেপির প্রস্তুতি সম্পন্ন করার জন্য আজকে দাঁতনে আছে এবং এগরাতে সেই কার্যক্রমে এসেছিলাম। লোকসভা ভোটের আগে ট্যাবলু বেরোবে। সেই নিয়ে তিনি বলেন কেন্দ্র সরকার তার বিকাশের জন্য প্রচারে বেরোবে তার স্বাগত জানাই।
 
বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত তিনি বলেন, আমাদের সংগঠনের বুথ স্বশক্তিকরণের কাজ চলছে। বুথ সভাপতিদের নিয়ে কিছু দলীয় নির্দেশিকা দিচ্ছি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জনতা পার্টির বিরুদ্ধে টেক্কা দেওয়ার মতন এখানে কোনও দল নেই।  আমরা এরপরে আন্দোলনে নামব। দিলীপ ঘোষ বলেন, 'আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।'


আরও পড়ুন, চোখে উড়ে এল লঙ্কার গুঁড়ো, কিছু বোঝার আগেই ৪০ হাজার টাকা ছিনতাই


 গত লোকসভা ভোটে বিজেপির কাণ্ডারী ছিলেন দিলীপ ঘোষ। তখন তিনি বিজেপির রাজ্য সভাপতি। এখন তিনি আর সে-পদে নেই। এমনকী সর্বভারতীয় স্তরেও পার্টির কোনও পদে নেই দিলীপ। তিনি এখন শুধুই বাংলা থেকে নির্বাচিত অন্যতম বিজেপি সাংসদ। কী বলছে, তাঁর অভিজ্ঞতা ? সম্প্রতি দিলীপ ঘোষ বলেছিলেন, ' দল এই রাজ্যকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা পরিষ্কার। শীর্ষ নেতা, বিশেষত অমিত শাহ, যাঁর নেতৃত্বে বিজেপি এ রাজ্যে বেড়ে ১৮ হয়েছে। তিনি বারবার রাজ্যে আসেন। সঙ্গে সভাপতি এসেছেন। এই দলের জন্ম পশ্চিমবঙ্গে। সব সময় টার্গেট একটু বেশি বেঁধে দেন। আগের বার ২২ দিয়েছিলেন। আমরা ১৮ টা করে দেখিয়েছি। আশা আছে বাংলা বিমুখ করবে না। তাই বারবার আসছেন। মাঝে কয়েক বছর লাগাতার অত্যাচারে কর্মীরা মনোবল হারিয়েছেন। সেটা ফেরাতেই তাদের বারবার আসা। '