রঞ্জিত সাউ, কলকাতা: গতকাল বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার সন্ধেয় মুখ্যমন্ত্রীকে এসএসকেএমে নিয়ে আসা হয়। কপালে ৩টি ও নাকে একটি সেলাই পড়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় কারা ছিলেন, করা হবে বয়ান রেকর্ড। এরপরেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। এদিকে এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে, মুখ্য়মন্ত্রীর আরোগ্য কামনার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 


'অনেক ব্যাপার আছে, এটা তদন্ত করে দেখা উচিত'


এদিন তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী আহত। ওনার দ্রুত সুস্থতা কামনা করি।' পাশাপাশি মুখ্য়মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাহুল গাঁধী। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আরোগ্য কামনা করেছেন সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী, মহম্মদ সেলিম থেকে অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন, নবীন পট্টনায়েকরা।  দিলীপের সংযোজন, 'অনেক ব্যাপার আছে। বহু লোক বহু প্রশ্ন করছেন। এটা তদন্ত করে দেখা উচিত। উনি ঘরের মধ্যেই কীভাবে চোট পেলেন। উনি এই রাজ্যের এক নম্বর ব্যক্তি।'


'পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল..'


মূলত গতকাল, মেডিক্য়াল বুলেটিনে এসএসকেএমের ডিরেক্টরের মন্তব্য় ছিল,'পিছন থেকে ধাক্কার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।' পরে নিজের আগের মন্তব্য়ের ব্যাখ্যা দিতে গিয়ে, পুরনো অবস্থান থেকে কার্যত সরে আসেন মণিময় বন্দ্যোপাধ্যায়। বলেন, 'মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিক ভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাইনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়। কিন্তু, আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি', এটা তাঁর মনে হয়েছিল, মন্তব্য এসএসকেএমের ডিরেক্টরের। যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কেউ ধাক্কা মারেনি।


আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর আজ ফের শারীরিক পরীক্ষা, ঘটনার সময় কারা ছিলেন ?..


কে ধাক্কা মারল মুখ্য়মন্ত্রীকে ?


পিছন থেকে ধাক্কার জেরে পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। মেডিক্য়াল বুলেটিনে এই বিস্ফোরক মন্তব্য় করলেন, SSKM-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়।যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কে ধাক্কা মারল মুখ্য়মন্ত্রীকে? মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ  কাজরী বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা ঠিক বলতে পারছি না এখনও। তবে, কিছু একটা ধাক্কা লেগেছে এরকম শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, পিছন থেকে ধাক্কার ফলে পড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।