রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: 'হাওয়াই চটি' সাধারণ জীবনে পথ চলার ক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয়। এক পাটি গলিয়ে বেরিয়ে যাই আমরা কম বেশি সকলেই। তবে এই চটির গুরুত্ব বেড়েছে রাজনৈতিক মহলেও। তা অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই। মুখ্যমন্ত্রীর পায়ের নীল-সাদা হাওয়াই চটি যেমন গুরুত্ব পেয়েছে রাজনৈতিক আঙিনায় তেমন তা নিয়ে নানা কৌতুকও প্রকাশ্যে এসেছে। তবে এবার নজর কেড়েছে ডুয়ার্স ফান সিটির (Dooars Fun City) এক সেলফি পয়েন্ট। 


কেন? কারণ একটি 'হাওয়াই চটিকে' কেন্দ্র করে ঘুরে দাঁড়াচ্ছে ওই পর্যটন কেন্দ্রের পর্যটন শিল্প। আর সেই চটি দেখতেই দূরদূরান্ত থেকে ডুয়ার্সের বানারহাটে ছুটে আসছেন পর্যটকেরা। কেমন দেখতে ওই চটি? বৃহৎ আকারের এক হাওয়াই চটি তৈরি করা হয়েছে পর্যটন কেন্দ্রে, যার রঙ নিল, সাদা। সিমেন্ট দিয়েই তৈরি হয়েছে এই চটি। 


এই চটি ঘিরেই তৈরি হয়েছে একটি সেলফি পয়েন্ট। যদিও অনেকেই মস্করা করে বলতে পারে এটি 'মুখ্যমন্ত্রীর পায়ের চটি', তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ ওই বেসরকারি পর্যটন সংস্থার কর্তা-ব্যক্তিরা। ডুয়ার্স ফান সিটির কর্ণধার শেখ জিয়াউর রহমান জানান, তেমন কোনও চিন্তাভাবনা রেখে এতি বানানো হয়নি। যদিও পর্যটকরা অবশ্য বলছেন মমতা দিদির চটিকে সম্মান দেওয়া হচ্ছে। তবে তর্ক-বিতর্ক যা-ই হোক না কেন, সেই চটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। পর্যটকদের সেলফি তোলার হিড়িক ওই চটিকে ঘিরেই।


ডুয়ার্সের বানারহাটের ডায়না নদী সংলগ্ন এলাকায় গড়ে ওঠা এক পর্যটক কেন্দ্রে এমনই চাঞ্চল্যকর সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে, যা দেখতেই ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছে, সেখানে যেমন শিশুদের জন্যে মনোরঞ্জনের জন্যও রয়েছে বিভিন্ন সামগ্রী রয়েছে পর্যটকদের থাকার জন্যে যায়গা, ঠিক তেমনি পর্যটকদের আকর্ষণ বাড়াতে উল্টো ঘরও।  


আরও পড়ুন, দৃষ্টিনন্দন পাহাড় থেকে নদী, অভয়ারণ্য, জলপাইগুড়ি যেন পর্যটকদের ভূস্বর্গ


অন্যদিকে, ডুয়ার্সের চিলাপাতাও সেলফির জন্য পর্যটকদের মন কাড়ে। আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফে বন দফতরের জমিতে এই সেলফি পয়েন্টে তৈরি করা হয়েছে। চিলাপাতা মোড় থেকে পশ্চিমদিকে বানিয়া বস্তি যেতে বাঁদিকে শালবাগানে গড়ে তোলা হয়েছে এই সেলফি পয়েন্ট। লেখা রয়েছে ‘আই লাভ চিলাপাতা’।                                                            


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে