হংসরাজ সিংহ, পুরুলিয়া: মৃত্যু হয়েছে একটি শিশুর (Child Death)। হাসপাতালে ভর্তি আরও ১৩ জন। পানীয় জল (Drinking Water) নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়ার (Purulia) গ্রামে। জল খেয়েই গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক (Block Health Officer)। গ্রামে বসানো হচ্ছে নতুন টিউবওয়েল।
পেটে ব্যথা নিয়ে হাসপাতালে (Hospital) ভর্তি করার, কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর। হাসপাতালে চিকিৎসা চলছে আরও ১৩ জন গ্রামবাসীর। কমবেশি সবাই ভুগছেন পেটের সমস্যায়। যা নিয়ে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়ার নিতুড়িয়ায়। নবগ্রাম পঞ্চায়েতের উপরপাড়ায় ছড়িয়েছে পেটের রোগ।
মঙ্গলবার রাতে পেটে ব্যাথা ও অন্যান্য সমস্যা নিয়ে, ৬ বছরের শিশুকে হারমাড্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। গ্রামবাসীদের একাংশ এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমান, গ্রামের একট নির্দিষ্ট টিউবওয়েলের জল খেয়ে পেটের সমস্যায় ভুগছেন এত মানুষ।
উপরপাড়া, নিতুড়িয়ার গ্রামের এক বাসিন্দার অভিযোগ, “টিউবওয়েলের জল খেয়ে পায়খানা বমি পেটে ব্যাথা উপসর্গ দেখা দিয়েছে বাসিন্দাদের।’’ তাঁর দাবি, গ্রামে অবিলম্বে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হোক। নিতুড়িয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষচন্দ্র মাহাতো বলেন, “প্রাথমিক অনুমান গ্রামের একটি টিউবলের জল খেয়ে গ্রামের শিশু ও বয়স্কদের মধ্যে পেটের রোগের সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নলকূপটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।’’
এক শিশুর মৃত্যুর পাশাপাশি, গ্রামবাসীদের পেটের সমস্যা বাড়তে থাকায়, তৎপর হয়েছে প্রশাসন। গ্রামে বসানো হচ্ছে নতুন টিউবওয়েল। এদিন তার সূচনা হয়। নবগ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিমা খাওয়াস বলেন, দ্রুত এখানে বিকল্প টিউবয়েল বসানো হচ্ছে। আপাতত পুরনো টিউবওয়েলের জল খেতে বারণ করা হয়েছে গ্রামবাসীদের। পঞ্চায়েতের তরফে গ্রামে পাঠানো হয়েছে জলের ট্যাঙ্কার!বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিচ্ছেন আশাকর্মীরা।