সমীরণ পাল, বনগাঁ: বাংলাদেশের পরিস্থিতি দেখে কষ্ট লাগছে। পেট্রোপোল সীমান্তে দিয়ে বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে আসার পর আক্ষেপ করে একথা জানালেন মুক্তিযুদ্ধে (Muktijoddha) অংশ নেওয়া ৭০ বছরের বৃদ্ধ কৃষ্ণপদ দাস।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হয় গণ্ডগোলের জেরে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠছে মৌলবাদী সংগঠনগুলির বিরুদ্ধে। যার জেরে দলে দলে সেই দেশ ছেড়ে ভারতে চলে আসছেন সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাঁদেরই একজন হলেন কৃষ্ণপদ দাস।
শুক্রবার তিনি সমস্ত নিয়মনীতি মেনে উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজের উদ্বেগের কথা জানান তিনি। আক্ষেপ করেন তখনকার সঙ্গে এখনকার পরিস্থিতির তফাত নিয়ে।
বাংলাদেশের যশোরের কেশবপুরের বাসিন্দা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কৃষ্ণপদ দাস জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ট্রেনিং নিয়েছিল বীরভূম থেকে। সেই সময় বনগাঁ থেকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য সীমান্ত পৌঁছে দিতেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ।
পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে তিনি আরও জানান, যে দেশের স্বাধীনতার জন্য একসময়ে তিনি এবং তাঁর মতো অনেক মানুষ যুদ্ধ করেছিলেন সেই দেশের বর্তমান পরিস্থিতি দেখে খুবই কষ্ট লাগছে। এখন মনের ভেতর একরকম বাইরে একরকম অনুভূতি হচ্ছে। মুক্তিযুক্ত চলার সময় একবারই মাত্র শেখ মুজিবর রহমানকে দেখতে পেয়েছিলেন তিনি। তারপর থেকে আর কোনওদিন দেখা না হলেও মহান ওই মানুষটির জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশ নিয়েছিলেন কৃষ্ণপদ। পরে বঙ্গবন্ধুকে যখন নৃংশনভাবে হত্যা করা হয় তখন থেকেই কষ্ট লেগে রয়েছে। এখন আর নতুন করে কষ্ট লাগার আছে কী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Doctor's Death: আরজিকরে মহিলা চিকিৎসক 'খুনে' অভিযুক্তের ১৪ দিনের পুলিশ হেফাজত