প্রসূন চক্রবর্তী,মেজিয়া: বৃহস্পতিবার দিনভর প্রবল বৃষ্টির (Rain) জেরে গোটা রাজ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার দুপুরের পর কিছু কিছু জায়গায় বৃষ্টি বন্ধ হলেও বেশিরভাগ এলাকায় জল জমেছে। নদীগুলি জল বাড়ার পাশাপাশি ভর্তি হয়ে গেছে সমস্ত জলাশয় ও খানা-খন্দ। এই বৃষ্টিতে জল জমে বানভাসি অবস্থা বাঁকুড়ার (Bankura) মেজিয়ার (Mejia) রেল কলোনি এবং গার্লস স্কুল কলোনিরও। দুটি এলাকা মিলিয়ে প্রায় ২০০ পরিবার জলবন্দি হয়ে পড়েছে। আর এই ঘটনার জন্য এলাকার বেহাল নিকাশি ব্যবস্থাকেই কাঠগোড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার মেজিয়ার রেল কলোনি এলাকা তুলনামূলক নীচু এলাকা হিসাবে দীর্ঘদিন ধরেই পরিচিত। অল্প বৃষ্টিতেই সেখানে জল জমে বানভাসি অবস্থা তৈরি হয়। সম্প্রতি এলাকার নিকাশি নালার মুখে মাটি ভরাট করে একের পর এক বাড়ি তৈরি হওয়ায় ওই অঞ্চলের নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। এই অবস্থায় নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় ওই এলাকায় জল জমতে শুরু করে। আর শুক্রবার দেখা যায় ওই এলাকার অধিকাংশ বাড়ি জলবন্দি হয়ে পড়েছে।
বেশ কিছু বাড়ির একতলা পুরোপুরি জলের তলায় চলে যায়। কোমর সমান জল জমে যায় রাস্তাতেও। এই অবস্থায় গ্রামের রাস্তা দিয়ে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। তবে শুধু মেজিয়া রেল কলোনিতেই নয় মেজিয়া গার্লস স্কুল কলোনিতেও একই জল যন্ত্রণার ছবি। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পান এলাকাবাসী সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছে মানুষ। রাস্তাঘাট জলমগ্ন হওয়ার জেরে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। বেশিরভাগ জায়গাতে বেহাল হয়েছে নিকাশি ব্যবস্থা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।