কলকাতা: বোধনের আগেই পুজোর আনন্দে মাতোয়ারা কলকাতা। আজ মহাপঞ্চমী (Durga Puja 2023 Mahapanchami Celebration)। যে সব স্কুল বাকি ছিল, তাদেরও আজ ছুটি পড়ে গিয়েছে। সব মিলিয়ে ঠাকুর দেখার উৎসাহ যে চতুর্থীর থেকে কিছুটা বেশি হবে, সেটা একরকম জানাই ছিল। আশাভঙ্গ করেনি মহানগর। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র থিকথিকে ভিড়। শারদোৎসবে আনন্দ মিলিয়ে দিল আমজনতা থেকে তারকাদের। 


সুরুচি সংঘে নাচ দেব-নুসরতের...
পুজোর আনন্দে শহর। পুজোর আনন্দে তারকারাও। সেই ছবি ধরা পড়ল সুরুচি সংঘে। সেখানে ঢাকের বোল তুললেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। তালে তালে পা মেলালেন আর এক তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত। এদিনই মুক্তি পেয়েছে দেবের ছবি 'বাঘাযতীন'। সব মিলিয়ে হাসির দ্যুতি নায়কের মুখে। এ বছর সুরুচি সংঘে পুজোর থিম 'একই অঙ্গে এত রূপ'। রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ল এই মণ্ডপে।


কুষ্টিয়া হাউজিং এস্টেটের অবন্তিকা আবাসনে প্রতীকী গঙ্গা আরতি...
৪৭ বছরে পা দিল পিকনিক গার্ডেনের কুষ্টিয়া হাউজিং এস্টেটের অবন্তিকা আবাসনের পুজো। বারাণসীর গঙ্গা আরতির মতো সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে গঙ্গা আরতি। তেমনই প্রতীকী গঙ্গা আরতি দিয়ে শুরু হয় পুজোর সূচনা। আমন্ত্রিত ছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতার বার্তা তুলে ধরা হল এই পুজো মণ্ডপে। 


সল্টলেকের জি ব্লকের পুজো উদ্বোধনে রাজ্যপাল...
বৃহস্পতিবার সল্টলেকের করুণাময়ীর জি ব্লকের পুজোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি রাজভবনের আবাসিকদেরও পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল


সল্টলেক জে সি ব্লক দুর্গাপুজো...
সল্টলেক জে সি ব্লকের দুর্গাপুজো এবার ২৫ বছরে পদার্পণ করল। ওড়িশার রাজ-রাজেশ্বরী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। সপ্তমী থেকে দশমী পর্যন্ত সল্টলেক জে সি ব্লকের বাসিন্দাদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে। 



আর যা...
সব মিলিয়ে মহাপার্বণের আনন্দে মহানগর। উত্তর থেকে দক্ষিণ, পায়ে পায়ে সিগন্যাল গ্রিন। ভিড়ের চাপে যতই চিড়ে চ্যাপ্টা অবস্থা হোক কিম্বা ঘেমেনেয়ে একশা হোক গিলে করা পাঞ্জাবি, থেমে নেই প্যাণ্ডেল হপিং। আপত্তি নেই লম্বা লাইনের দীর্ঘ প্রতীক্ষায়। বছরে তো এই ক’টা মাত্র দিন। রাস্তায় মানুষের ঢল। সন্ধে গড়াতেই জনস্রোত। আলো ঝলমলে শহরে ঠাকুর দেখার ঢল। থিম, সাবেকিয়ানা মিলেমিশে একাকার উৎসবের রঙ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে সেই আমেজই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শহরবাসী। সঙ্গে হুল্লোড়, আড্ডা, পেটপুজো। ফুচকা, রোল, চাউমিন। তবে এর মধ্যে তাল কাটতে পারে আবহাওয়া। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে নবমী ও দশমী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সময় থাকতেই ঠাকুর দেখার 'কোটা' শেষ করে নিতে চাইছেন সকলে।


আরও পড়ুন:'বাঘা যতীন' দেবের সঙ্গে দর্শকের কণ্ঠেও 'বন্দে মাতরম' ধ্বনি, কেমন হল প্রথম দিনের প্রথম শো?