সমীরণ পাল, নিউটাউন: স্থান-বিতর্কে এবার ভেস্তে যেতে বসেছে নিউটাউনের (Newtown) সনাতনী দুর্গাপুজোর আয়োজন। উদ্যোক্তাদের দাবি, গত দু'বছরের নির্দিষ্ট জায়গার বদলে ইকো পার্কে হিডকোর একটি জমিতে তাদের পুজো করার অনুমতি দিয়েছে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি। এলাকার বাসিন্দাদের একাংশের আপত্তিতেই জায়গা বদল করা হয়েছে বলে দাবি করেছে NKDA।
সনাতনী দুর্গাপুজোর আয়োজন: আলোর মেলায় যখন ভাসছে কলকাতার উত্তর থেকে দক্ষিণ। তখন কার্যত অন্ধকার নেমে এসেছে কলকাতার উপকণ্ঠ নিউটাউনের একটি দুর্গাপুজোয়। আদৌ পুজোর আয়োজন করা যাবে কিনা, এখনও তা নিয়ে ধন্দে নিউটাউন সনাতনী দুর্গাপুজোর উদ্যোক্তারা। পুজো কমিটি সূত্রে দাবি, গত দু'বছর ধরে তারা নিউটাউনের একটি নির্দিষ্ট জায়গায় পুজো করে এলেও এবার বাদ সাধে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি বা NKDA। পরে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে ইকো পার্কে হিডকোর একটি জমিতে পুজোর অনুমতি দেওয়া হয়। পুজো উদ্যোক্তাদের দাবি, তাঁদের এমন একটি জায়গায় পুজো করার অনুমতি দেওয়া হয়েছে সেটি শহরের মূল স্রোত থেকে অনেকটাই আড়ালে। যদিও NKDA-এর তরফে জানানো হয়েছে, নিউটাউনের বাসিন্দাদের একাংশের আপত্তিতেই আগের জায়গায় পুজো করার অনুমতি দেওয়া হয়নি নিউটাউন পুজো কমিটিকে।
আর জি কর-কাণ্ডের জেরে এবার উৎসবের রং কিছুটা ফিকে। তার মধ্যেই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা গড়ে তাক লাগাতে চেয়েছিলেন ধানতলার অভিযান সঙ্ঘ ক্লাবের উদ্যোক্তারা। গ্রামের মাঠে মণ্ডপ তৈরির পাশাপাশি, প্রতিমা তৈরির কাজ চলছিল জোর কদমে। ইচ্ছা ছিল, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। সেই ভাবনায় ছেদ পড়ল মহালয়ার সকালে। দিনকয়েক আগে বন্ধ হয়ে গিয়েছে নদিয়ার ধানতলার কামালপুর অভিযান সঙ্ঘের ১১২ ফুট দুর্গার পুজো। মহালয়ার সকালে পুজো বন্ধ রাখার কথা ঘোষণা করেন উদ্যোক্তারা।
বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা গড়া নিয়ে প্রথম থেকেই প্রশাসনের সঙ্গে টানাপোড়েন চলেছে ক্লাব কর্তৃপক্ষের। ১৮ সেপ্টেম্বর নির্মীয়মাণ মণ্ডপের সামনে পুলিশ পিকেট বসানো হয়। তাই দেখে ১৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পুজোর উদ্যোক্তারা। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলা দায়ের হয়। উদ্যোক্তাদের দাবি, আদালত জেলাশাসককে সিদ্ধান্ত নেওয়ার ভার দেন। কিন্তু প্রশাসনের তরফে বারবার অসহযোগিতাই মিলেছে বলে ক্লাব কর্তৃপক্ষের দাবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Durga Puja 2024: ১৮ দিন ধরে উৎসব, মহা সমারোহে দেবীর আরাধনা আরামবাগের রায় পরিবারে