DYFI Brigade Meeting: 'যে মাঠে খেলা হবে বলেছিল, সেই মাঠের দখল নিতে এসেছি', DYFI সমাবেশ থেকে হুঙ্কার মীনাক্ষীর
DYFI Meeting: ৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন করবে সিপিএমের যুব সংগঠন
LIVE
Background
DYFI-এর ডাকে আজ ইনসাফ ব্রিগেড। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্য়ামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন, ও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখী হবে ৭টি মিছিল। ৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন করবে সিপিএমের যুব সংগঠন। এর আগে ইনসাফের দাবিতে বাইশশো কিলোমিটার পদযাত্রা করেছেন DYFI-এর নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা। হাইভোল্টেজ লোকসভা ভোটের আগে, রাজ্য়জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম নেতৃত্ব।
DYFI Brigade Meeting LIVE Updates: 'ইনসাফ চেয়ে লড়াইয়ে নেমেছি, পিছু হটার প্রশ্ন নেই', হুঙ্কার মীনাক্ষী মুখোপাধ্যায়ের
'যারা বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল নিতে এসেছি। অনেক দূর থেকে লড়াইয়ের বার্তা নিয়ে এসেছি', ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ মীনাক্ষীর। 'ইনসাফ চেয়ে লড়াইয়ে নেমেছি, পিছু হটার প্রশ্ন নেই', ইনসাফের লড়াই ক্ষণিকের নয়, অবিরাম, ধারাবাহিক। যতদিন গরিবের টুঁটি চিপে ধরার চেষ্টা হবে, বামপন্থীরা রক্তবীজের ঝাড়, লড়ে যাবে, হুঙ্কার মীনাক্ষী মুখোপাধ্যায়ের। দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল সমর্থকদেরও আহ্বান।
DYFI Brigade Meeting LIVE Updates: শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতির মধ্যেই ব্রিগেডে ডিওয়াইএফআইয়ের সমাবেশে জনজোয়ার
জেলা থেকে কলকাতা, ব্রিগেডে মিশল সব পথ। শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতির মধ্যেই ব্রিগেডে ডিওয়াইএফআইয়ের সমাবেশে জনজোয়ার। লোকসভা ভোটের আগে একযোগে তৃণমূল-বিজেপিকে আক্রমণ। হাইভোল্টেজ লোকসভা ভোটের আগে, রাজ্য়জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম নেতৃত্ব।
DYFI Meeting LIVE Updates: 'বহু আলু-বালু-কালু জেলে যাবে', মঞ্চ থেকে কটাক্ষ সেলিমের
মমতা-অভিষেক থেকে অনুব্রত-জ্যোতিপ্রিয়, দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মঞ্চ থেকে সুর চড়ালেন মহ সেলিম।
DYFI Brigade Meeting LIVE Updates: 'কত পেলে, কত খেলে, সেই হিসেব দিন', তৃণমূলকে নিশানা সেলিমের
'কত পেলে, কত খেলে, সেই হিসেব দিন', ব্রিগেডে DYFI এর মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা সেলিমের
DYFI Brigade Meeting LIVE Updates: 'বাংলাকে বাঁচানোর জন্য মীনাক্ষীদের লড়াই, শপথ শুরু হল, জারি থাকবে', বক্তব্য সেলিমের
'বাংলার ভূতকে তাড়ানোর জন্য যৌবনের দূতই যথেষ্ট। বাংলাকে বাঁচানোর জন্য মীনাক্ষীদের লড়াই, শপথ শুরু হল, জারি থাকবে', DYFI এর মঞ্চ থেকে বক্তব্য মহ সেলিমের