পার্থপ্রতিম ঘোষ, পূর্ব মেদিনীপুর: এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড় ধাক্কা, মারা গেলেন মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ। সিআইডি সূত্রের খবর, গত কাল রাত সাড়ে বারোটা নাগাদ তাঁর জবানবন্দি নেওয়ার চেষ্টা করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিলেন না ভানু বাগ। ৮০ শতাংশ পোড়ার ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সব মিলিয়ে কথা বলা যায়নি, মেলেনি মৃত্যুকালীন জবানবন্দিও।  


মৃত্যু ভানু বাগের...
কটকের হাসপাতালে এদিন সকালে মৃত্যু হয় ভানু বাগের। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় তাঁর বয়ান নেওয়া যায়নি, খবর সিআইডি সূত্রে। বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়েছিলেন ভানু, আরও খবর সিআইডি সূত্রে। কটকের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু ওরফে কৃষ্ণপদ বাগ। ভানুর বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি হত বলে অভিযোগ। ১৬ মে ভানুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন ভানু বাগ, শরীরের ৮০% পুড়ে গিয়েছিল। বিস্ফোরণের পর বাইকে চেপে এলাকা থেকে পালান ভানু বাগ। ছেলে-ভাইপোর সঙ্গে বাইকে চেপে পালান তিনি। ঝলসে যাওয়া অবস্থাতেই বাইকে চেপে ওড়িশায় পালান, এমনই উঠে এসেছে প্রাথমিক ভাবে। বাইকে করে প্রথমে বালেশ্বর যান ভানু, ভর্তি করা হয় এফএমএমসিএইচ হাসপাতালে। 'অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হওয়ার কথা বলেছিলেন সেখানকার ডাক্তারদের। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কটকের রুদ্র হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 


মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর।


 



যোগ বিস্ফোরক আইন... 
ঘটনাচক্রে এদিনই এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ ও তাঁর পরিবারের ২ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনের ৯ নম্বর ধারা যুক্ত করে সিআইডি। এর আগে, ভানু বাগ ও তাঁর পরিবারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অনিচ্ছাকৃত খুন, পুলিশের দেওয়া নির্দেশ অমান্য করা, বিস্ফোরক পদার্থের ব্যাপারে অবহেলামূলক আচরণ ও ফায়ার সার্ভিস অ্য়াক্টের ২৪ ও ২৬ নম্বর ধারায় মামলা করা হয়। কিন্তু বিস্ফোরক আইনে কোনও মামলা রুজু করেনি পুলিশ। বিষয়টি নিয়ে তুমুল প্রশ্নের মুখে পড়ে প্রশাসন। NIA তদন্ত এড়াতেই কি এই কৌশল নেওয়া হয়েছিল, জল্পনা শুরু হয়। এদিকে গতকালই, বিস্ফোরণের তীব্রতায় বিস্মিত হয়ে, প্রধান বিচারপতি মন্তব্য় করেন, 'হে ভগবান, এত ছিন্নভিন্ন মৃতদেহ! বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে, এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে। CID খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে, বিস্ফোরক আইনে মামলা রুজু করার মতো তথ্য প্রমাণ পাচ্ছে কিনা।' সূত্রের খবর, গত কাল দুপুরেই খুন, খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনের ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন জানায় সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে কাঁথি আদালত।


আরও পড়ুন:অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো