ঋত্বিক প্রধান ও রাজর্ষি দত্তগুপ্ত, এগরা : 'মাসে মাসে এসে টাকা নিয়ে যেত পুলিশ'! এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর এমনই ভয়ঙ্কর অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় পুলিশকে বারবার বলা হলেও তাঁরা কোনও পদক্ষেপ না নেওয়াতেই এমন মর্মান্তিক পরিণতি ঘটেছে বলে অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন এগরার খাদিকুল গ্রামের বাসিন্দারা। এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণের শুধু বিক্ষোভ দেখানোই নয়, পুলিশের উর্দি টেনে ধরে ছিঁড়ে দেওয়া হয়। ধাক্কাধাক্কির মুখে পড়তে হল পুলিশকে (Police)। এমনকি পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে উঠেছিল যে পুলিশকে লাঠি নিয়ে তাড়াও করলেন গ্রামবাসীরা।


এগরার (Egra) খাদিকুলের গ্রামবাসীদের অভিযোগ, যাতে বেআইনি কারখানার বিরুদ্ধে কোনও ব্যবস্থা পুলিশ না নেয়, সেজন্য তাঁদের টাকা দেওয়া হত মাসে মাসে। প্রসঙ্গত, শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। গ্রামবাসীদের অভিযোগ, আরও অনেকে মারা গিয়েছেন। যে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে, তার পাশের দুটি বড় পুকুর থেকেই উদ্ধার হয়েছে মানুষের দেহাংশ। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। পুকুরগুলিতে চলছে তল্লাশি। প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে জনরোষের মুখে পড়েছিল পুলিশ। পুড়িয়ে দেওয়া হয়েছিল থানা। জনগণের মারের হাত থেকে রেহাই পেতে লুকিয়ে পড়লেও রেহাই পায়নি পুলিশ।


পাঁশকুড়া, ভূপতিনগরের পর এগরা, পূর্ব মেদিনীপুরে ভয়াবহ বিস্ফোরণঘটেছে। বেআইনি বাজির আড়ালে কি এগরায় বোমার কারখানা ?  এই প্রশ্নই উঠছে। মঙ্গলবার সকাল ১১ টায় পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেখান থেকে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে দেহ। ওড়িশা সীমানার কাছে এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । যার পরই বিস্ফোরণের পরেই খাদিকুল গ্রামে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। 'বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগে আগেও গ্রেফতার ভানু বাগ', এগরা বিস্ফোরণ নিয়ে জানালেন পুলিশ সুপার । আগেও গ্রেফতার, তাহলে কিভাবে ফের রমরমিয়ে বেআইনি বাজির কারখানা ? উঠছে প্রশ্ন।


আরও পড়ুন- 'আগেও ধৃত বেআইনি বাজি কারখানার মালিক', দাবি মুখ্যমন্ত্রীর, এগরায় নিহতের সংখ্যা বেড়ে ৭


প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ২০ মার্চ মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের। তার আগে ২০২২-এর ১১ অক্টোবর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ২ জনের। ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ৩ জনের মৃত্যু হয়। ২০২২-এর ১ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের।


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?