বিটন চক্রবর্তী, তমলুক : পঞ্চায়েতে দুর্নীতির (Scam Allegation in Panchayat) অভিযোগ সহ বিভিন্ন দাবিতে ডিওয়াইএফআই (DYFI) ও গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা পরিষদ অভিযান ঘিরে তমলুকে (Tamluk) ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙলেন সিপিএমের (CPM) যুব ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি। প্রতিবাদে জেলা পরিষদ অফিসের বাইরে অবস্থানে বসেন ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির নেতা-কর্মীরা।


ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন মিছিলকারীরা। উপড়ে ফেলা হল ব্যারিকেড (Barricade)। ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা পরিষদ অভিযান ঘিরে মঙ্গলবার তেতে ওঠে তমলুক। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএমের যুব ও মহিলা সংগঠনের নেতা-কর্মীরা। পঞ্চায়েতে দুর্নীতি, জেলা জুড়ে পানীয় জল ও নিকাশীর সমস্যা সহ একাধিক অভিযোগে এদিন পূর্ব মেদিনীপুর (East Medinipore) জেলা পরিষদের দফর অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি। 


সিপিএমের যুব ও ছাত্র সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছিল পুলিশ ও কমব্যাট ফোর্স। মিছিল করে ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির নেতা-কর্মীরা জেলা পরিষদ দফতরের সামনে আসতেই তাদের বাধা দেয় পুলিশ। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যা নিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বলেছেন, 'জেলা পরিষদ পঞ্চায়েত একটা লুঠের দুর্নীতির আখড়া হয়েছে যেটা মানুষের সরকার ছিল বামেদের সময়। রেগার টাকা নেই। মজুরি নেই। রাস্তার সমস্যা। আজকে পানীয় জল নেই। পঞ্চায়েতের যা দেখার কথা দেখছে না।' পাল্টা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র বলেছেন, 'রাজনৈতিক কর্মসূচি তারা করেছেন তাতে আমাদের বিরোধিতা করার কোনও জায়গা নেই। যে কোনও জায়গায় প্রতিবাদ অহিংসার পথে থাকে তাহলে ব্যারিকেডের প্রশ্ন ওঠে না। কিন্তু, হিংসাত্মক হয়ে ওঠে তখন ব্যারিকেডের দরকার হয়। এটাই এখন একটা ট্রেন্ড সব রাজনৈতিক দলের কর্মসূচির।'


আরও পড়ুন- ব্যালট-বিশৃঙ্খলা অব্যাহত, অভিষেক সভাস্থল ছাড়তেই গন্ডগোল দক্ষিণ দিনাজপুরে


পুলিশের বিরুদ্ধে অভিযানে বাধা দেওয়ার অভিযোগ তুলে জেলা পরিষদের দফতরের সামনে দেড় ঘণ্টা অবস্থান বিক্ষোভ করা হয়। পরে সিপিএমের যুব ও মহিলা সংগঠনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা পরিষদ দফতরে গিয়ে জেলা পরিষদ সচিবের হাতে স্মারকলিপি তুলে দেন। 


আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস