অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামী সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতি, এই তিনদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো (East-West Metro)। আজ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, শিয়ালদা মেট্রো স্টেশনের (Sealdah Metro Station) কাজ সম্পূর্ণ হওয়ায় প্রস্তুতি খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। তার জন্যই তিনদিন বন্ধ রাখা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।
ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে শিয়ালদা স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ। এবার সেই শিয়ালদা মেট্রো স্টেশন কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। আগামী বুধ ও বৃহস্পতিবার চূড়ান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষার কাজ হবে। এই পরিস্থিতিতে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শিয়ালদা স্টেশনে চূড়ান্ত পর্যবেক্ষণের জন্য আগামী সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। শুক্রবার থেকে ফের মেট্রো চলবে।
এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত অনুমোদন পেলে এই লাইনে যুক্ত হবে শিয়ালদা স্টেশনও। শিয়ালদা স্টেশন হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর সবথেকে বড় স্টেশন। যেহেতু শিয়ালদায় লোকাল ট্রেনে অত্যাধিক ভিড় হয়, তাই কর্তপক্ষ মনে করছে, শিয়ালদা মেট্রো স্টেশনেও যাত্রীদের ভিড় বেশি হবে। অর্থাৎ, শিয়ালদা স্টেশন যুক্ত হলে যাত্রী সংখ্যাও অনেকটাই বাড়বে। সেই বিষয়টি মাথায় রেখে শিয়ালদা মেট্রো স্টেশনে টিকিট কাউন্টার, লিফট, সিঁড়ির সংখ্যা অন্য মেট্রো স্টেশনের থেকে বেশি রাখা হয়েছে।
ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, পরীক্ষা করে দেখা হবে শিয়ালদা মেট্রো স্টেশনে যাত্রীদের ঢোকা ও বেরনোর ব্যবস্থা, সিগন্যালিং থেকে টেলি কমিউনিকেশনের সুবিধা সহ নানা বিষয়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, চূড়ান্ত অনুমোদনের মিললে, এপ্রিল মাসের মধ্যেই চালু হয়ে যাবে শিয়ালদা মেট্রো স্টেশন। ২০২০-তে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলেও তা এতদিন লাভের মুখ দেখেনি। শিয়ালদা স্টেশন যুক্ত হলে যাত্রীর সংখ্যা অনেকটাই বাড়বে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা।
আরও পড়ুন: Howrah News: প্রাকৃতিক উপাদান থেকে ভেষজ আবির, রং তৈরিতে সামিল বিশেষভাবে সক্ষমরা