সুকান্ত মুখোপাধ্য়ায়, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিক: রেশন দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিলকেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটে বলা হয়েছে, রেশন দুর্নীতিতে ১০০০ কোটি টাকার লেনদেন হয়েছে ধৃত তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফ নুরের মাধ্যমে। আর্থিক লেনদেন হয়েছে তৎকালীন খাদ্য় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও। (Ration Scam Case)

শনিবার ব্যাঙ্কশাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এমনই চাঞ্চল্য়কর দাবি করল ED. তদন্তকারী সংস্থার একটি সূত্রের দাবি, এই সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও দুই রেশন ডিস্ট্রিবিউটর ও চারটি সংস্থার বিরুদ্ধে তথ্য় জমা দিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। (ED on Ration Scam Case)


রেশন দুর্নীতি কাণ্ডে গত ২ অগাস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হাতে গ্রেফতার হন তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুর। ED সূত্রে দাবি, এরপরই তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য় উঠে আসে এই দুই ভাই সম্পর্কে। ৪০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্য়মে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে বলে দাবি করা হয় ইডি সূত্রে।


এর আগে, রেশন দুর্নীতিকাণ্ডে মূল চার্জশিট জমা পড়ে। জমা পড়ে দুটি সাপ্লিমেন্টারি চার্জশিটও। জ্যোতিপ্রিয়, বাকিবুর, শঙ্কর আঢ্যদের নাম উঠে আসে তাতে। ইডি সূত্রে জানা গিয়েছে, শনিবার ব্যাঙ্কশাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে ১৫৭ পাতার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় তারা, যাতে দেওয়া হয়েছে প্রায় ৩০০০ পাতার নথি। ওই সব নথিতে একের পর এক চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে। সোমবার ফের ED-র বিশেষ আদালতে রয়েছে এই মামলার শুনানি। এর আগে, মূল চার্জশিটে জ্যোতিপ্রিয় এবং বাকিবুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে ED. 


এর আগে, সেপ্টেম্বর মাসে রেশন দুর্নীতি মামলায় ম্যারাথন তল্লাশি চালায় ED. তল্লাশি চলে চক্রবেড়িয়ায় চালকল ব্যবসায়ীর বাড়িতে, দেগঙ্গায় সমবায় ব্যাঙ্কে, বারাসতে এক আধিকারিকের ফ্ল্যাটে, বাসন্তীতে রেশন ডিলারের বাড়ি, জয়নগরের রেশন ডিস্ট্রিবিউটরের বাড়িতে, কল্যাণী ফুড ইনস্পেক্টরের বাড়িতে, বেলদায় চাল ব্যবসায়ীর বাড়িতে। রেশনের চাল, খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে এই ব্য়বসায়ীর বিরুদ্ধে। তার পরই এদিন তৃতীয় চার্জশিট জমা পড়ল। 


আরও পড়ুন: Kolkata News: IAS অফিসারের স্ত্রীকে 'ধর্ষণ', হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আইনি পরামর্শ নিচ্ছে লালবাজার