সৌমিত্র রায়, হুগলি: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ফের ইডি-র অভিযান। যার মধ্যে রয়েছে চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়ের বাগান বাড়িও। চক্ষু হাসপাতালের বদলে ওই জায়গায় বাগান বাড়ি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
হুগলির দাদপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাগানবাড়িতেও এদিন সকাল সোয়া ৮টা নাগাদ হানা দেন ই়ডি-র আধিকারিকরা। বাড়ির গেটে লেখা ‘বসু রায়’। প্রায় এক একর জমিতে সবুজে মোড়া বাগানবাড়ি। রয়েছে সুইমিং পুল। স্থানীয়দের দাবি, চিকিৎসক-বিধায়কের বাড়ির জন্য রয়েছে আলাদা বিদ্যুতের লাইন। বছরের বিশেষ বিশেষ দিনে বন্ধুবান্ধবদের নিয়ে এখানে আসতেন সুদীপ্ত রায়। পিকনিক হত। গাড়ির লাইন পড়ে যেত। সেইসময় তৃণমূল বিধায়কের বাগানবাড়ির চারপাশের রাস্তায় অলিখিত ‘নো এন্ট্রি’ থাকত বলে স্থানীয়দের দাবি। এখানেই শেষ নয়। চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, হওয়ার কথা ছিল চক্ষু হাসপাতাল কিন্তু তার পরিবর্তে তৈরি হয়েছে বাগানবাড়ি। তাঁদের দাবি, গ্রামে চক্ষু হাসপাতাল গড়ে উঠবে ভেবে সুদীপ্তকে জমি দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সত্যেন্দ্রনাথ নন্দী। অভিযোগ, সেই জমিতেই তৈরি হয়েছে চিকিৎসক-বিধায়কের বাগানবাড়ি। এদিন ইডি-র তল্লাশির খবর পেয়ে চিকিৎসক-বিধায়কের বাড়িতে পৌঁছন দাদপুর থানার OC অভিষেক চৌধুরী।
এদিকে সিঁথিতে বিটি রোডের ওপর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে চলছে তল্লাশি। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ তাঁর বাড়িতে হাজির হন ইডি-র আধিকারিকরা। পাশের বাড়ি থেকে একজনকে ডেকে এনে তালাবন্ধ অফিস খোলানো হয়। এর আগে ১২ সেপ্টেম্বর, সুদীপ্ত রায়ের সিঁথির বাড়ি ও নার্সিংহোমে হানা দেয় সিবিআই। তার ৫ দিনের মাথায় আজ অভিযান চালাচ্ছে ইডি। অন্যদিকে, সকাল আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি-র আরেকটি টিম হানা দেয় বালিগঞ্জ সার্কুলার রোডের রাধা নিকেতন অ্যাপার্টমেন্টে মেডিক্যাল সরঞ্জাম ব্যবসায়ী সন্দীপ জৈনের অফিসে। সকাল সাড়ে ৬টা থেকে সেখানেও শুরু হয়েছে তল্লাশি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।