ফিরোজাবাদ: বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের (Explosion at Firecracker Factory) ফলে মৃত্যু হল কমপক্ষে চারজনের। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জন। সোমবার মাঝরাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের Uttar pradesh) ফিরোজাবাদের (Firozabad) নাউসেরা (Naushera) এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার ওই এলাকার একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানান, বিস্ফোরণের ফলে বাজি কারখানা যে বাড়িতে ছিল সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এপ্রসঙ্গে আগ্রা রেঞ্জের আইজি দীপক কুমার বলেন, "শিকোহাবাদ থানা এলাকার একটি বাড়িতে প্রচুর বাজি রাখা ছিল। বিস্ফোরণের ফলে সেই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বিস্ফোরণের ফলে পাশে থাকা একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে এখনও পর্যন্ত পুলিশ কর্মীরা ধ্বংসস্তূপের তলা থেকে ১০ জনকে উদ্ধার করে। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে আর ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখনও উদ্ধার কাজ চলছে।"
একই কথা জানিয়েছেন ফিরোজাবাদের জেলাশাসক রমেশ রঞ্জন। তিনি বলেন, "উদ্ধারকারী দলের লোকেরা দুর্ঘটনাস্থলে রয়েছেন। জেলা ও সদর হাসপাতালে জখমদের চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর দুর্ঘটনাস্থলে উদ্ধার কারী দলের সদস্যদের পাশাপাশি রয়েছেন চিকিৎসকদের একটি দল, অ্যাম্বুল্যান্স ও দমকল বিভাগের সদস্যরা।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।