কলকাতা: দুই জায়গার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা আরও একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে চিনার পার্কে। এবার সেখানেই হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
কোন ফ্ল্যাট:
অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নতুন ফ্ল্যাটের হদিশ মিলেছে চিনার পার্কে। ন'পাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলার একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা মুখোপাধ্য়ায়। দাবি ফ্ল্যাটের হিসাবরক্ষকের। তাঁর দাবি, ২০২০-র সেপ্টেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ বাকি রয়েছে ৩৮ হাজার টাকা। আবাসন কর্তৃপক্ষের দাবি, ২০১৭ সালে চিনার পার্কের কাছে প্রায় ৯০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট কেনেন অর্পিতা। কালো রঙের মার্সিডিজে চড়ে ২০১৮-র সালের দুর্গাপুজোর সময় একবার মাত্র এসেছিলেন। দাবি আবাসন কর্তৃপক্ষের।
খোঁজ নিচ্ছে ইডি:
ওই আবাসনের চারতলায় B-404 ফ্ল্যাটটি অর্পিতার বলে দাবি। ইডি গিয়ে দেখে সেই ফ্ল্যাট এখন তালা বন্ধ। তা দেখে পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ইডির (ED) আধিকারিকরা। সেখানে এক পড়শি বলেন, 'আমরা ২০২১ সালে এসেছি এখানে। এই ফ্ল্যাটে এক বছরে কাউকে দেখিনি আমি।' প্রায় একই কথা বলেন আরও এক পড়শি। তিনি বলেন, 'অর্পিতা মুখোপাধ্যায়কে কোনওদিন সামনাসামনি দেখিনি। অর্পিতা মুখোপাধ্যায়কে গায়িকা বলে চিনতাম।'
আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন ইডি আধিকারিকরা। ইডির আধিকারিককদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
আরও পড়ুন: তৃণমূলের সমস্ত পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়