কলকাতা: পিনকন (Pincon) ও টাওয়ার গ্রুপের চিটফান্ড (Chitfund) মামলায় শহরজুড়ে (Kolkata) ইডি-র (Enforcement Directoratw) তল্লাশি অভিযান। ইডি (ED) সূত্রে খবর, মোট ১০টি জায়গায় চলছে তল্লাশি । অভিযানে চালাচ্ছেন ৫০-৬০ ইডি (ED) আধিকারিক । এর মধ্যে রয়েছে আলিপুরের (Alipur) বর্ধমান রোডে (Burdwan Road) এক আইনজীবী ও গড়িয়াহাটের (Gariahat) কাঁকুলিয়া রোডে এক ব্যক্তির বাড়ি । পিনকন (Pincon) ও টাওয়ার গ্রুপের মালিকদের বাড়ি, অফিস এবং কয়েকজন আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি (Enforcement Directorate) । কেন্দ্রীয় এজেন্সির দাবি , বাজার থেকে বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকা তোলে পিনকন (Pincon) ও টাওয়ার গ্রুপ। তাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের হয় ।
পিনকন (Pincon) এবং টাওয়ার গ্রুপ (Tower Group) চিটফান্ড মামলায় বুধবার, এক যোগে ১০ জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা থেকে জেলায় তল্লাশি চালানো হয়। ED সূত্রে দাবি, বাজার থেকে বেআইনিভাবে প্রচুর টাকা তুলেছে পিনকন (Pincon) এবং টাওয়ার গ্রুপ । ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গেছে, পিনকন এবং টাওয়ার গ্রুপের টাকা একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে ।
সেই সূত্র ধরেই এদিন ১০ জায়গায় তল্লাশি চালানো হয় বলে সূত্রের দাবি । কেন টাকা নেওয়া হয়েছিল, সেটা জানার চেষ্টা করা হচ্ছে । এ দিন, সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আলিপুরের বর্ধমান রোডে এই আইনজীবীর বাড়িতে অভিযান চালান অফিসাররা। সূত্রের দাবি, আইনজীবীর সঙ্গেও কথা বলেন ইডির অফিসাররা । তাঁর সম্পত্তি-ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে জানতে চাওয়া হয় ।
কলকাতার কেয়াতলা রোডে এই ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালায় ইডি (Enforcement Directorate)। প্রায় সাড়ে ছয় ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে । পিনকন চিটফান্ড সংক্রান্ত মামলায়, রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের এই অফিসে আসে ইডির অফিসাররা ।
তালা খুলে ভিতরে ঢুকে তল্লাশি চালানো হয় । সূত্রের দাবি এখান থেকে প্রচুর নথি পাওয়া গেছে ।
আরও পড়ুন: South 24 Pargana: জয়েন্ট বিডিও পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা
হাওড়ার (Howrah) জগাছায় টাওয়ার গ্রুপের মালিকের বাড়িতেও তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) । সকাল সাড়ে আটটা থেকে প্রায় ৭ ঘণ্টা তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার অফিসাররা ।