প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে ফের তলব করল ইডি। আগামী সপ্তাহে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি-র দাবি, এর আগে ২ বার সুকন্যাকে নোটিস পাঠানো হয়। একবার অনুব্রত হেফাজতে থাকাকালীন, আরেক বার তিহাড় জেলে যাওয়ার পর। দু’বারই হাজিরা এড়িয়েছেন অনুব্রত-কন্যা। ইডি-র দাবি, গরুপাচার মামলায় নতুন তথ্য সামনে রেখে এবার সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। সূত্রের খবর, হাজিরার জন্য ইডির কাছে আরও সময় চেয়েছেন তিনি। এখনই কেষ্টর কষ্ট কমার কোনও সম্ভাবনা নেই। সোমবার, অনুব্রত মণ্ডলকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।
আপাতত তিহাড় জেলেই থাকতে হবে গরুপাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল সভাপতিকে। এদিন আদালত থেকে তিহাড় জেলে ফেরত যাওয়ার সময়, ফের অনুব্রতর মুখে শোনা যায় শারীরিক অসুস্থতার কথা।
গত বছরের ১৭ নভেম্বর, আসানসোল জেলে গিয়ে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে ইডি। নানা টালবাহানার পর এবছর দোলের দিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসে কেন্দ্রীয় সংস্থা। ইডি-র হেফাজত শেষে, আপাতত তিহাড় জেলে ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের।
আরও পড়ুন, অ্যাকাউন্টে কয়েক কোটি! শিক্ষা দফতরের ৭-৮ সরকারি আধিকারিকের খোঁজ পেল CBI
প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে তাঁর মেয়ে সুকন্য়া সহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।সূত্রের খবর, শনিবারই ফোন করা হয় সুকন্য়া ও অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারিকে। ইডি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তাঁদের কোনও কাজ রাখতে নিষেধ করা হয়েছে। যে কোনওদিন দিল্লিতে ইডির সদর দফতরে যেতে হবে তাঁদের। কবে যেতে হবে, তা একদিন আগে জানিয়ে দেওয়া হবে। এদিকে, শনিবার দফায় দফায় জেরা করা হয় অনুব্রতকে। সূত্রের খবর, সোম-মঙ্গলও জেরা করা হবে। মঙ্গলবার থেকে শুরু হবে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। রাইস মিল, বিপুল সম্পত্তি, কোটি কোটি টাকার লেনদেন, সুকন্য়ার নামে ৩টি ফিক্সড ডিপোজিট, এ সমস্ত কিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। ED সূত্রে খবর, প্রয়োজনে, অনুব্রত, তাঁর কন্য়া সুকন্য়া ও হিসেব রক্ষক মণীশ কোঠারি, তিনজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।