কলকাতা: নিজে না গিয়ে পাঠিয়ে দিয়েছিলেন নথি। কিন্তু তৃণমূল (TMC) যুব কংগ্রেস নেত্রী সায়নী ঘোষের পাঠানো নথিতে 'অসন্তুষ্ট' এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Saayoni Ghosh)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, সায়নীর পাঠানো নথি অসম্পূর্ণ। নিজের নামে থাকা ফ্ল্যাটের নথি জমা দিলেও, মায়ের নামে কেনা ফ্ল্যাটের কোনও নথি জম দেননি তিনি। সায়নী এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখেও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গিয়েছে (Enforcenent Dirctorate)।


নিয়োগ দুর্নীতিতে তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে সায়নীর সংযোগ খতিয়ে দেখছে ইডি। তার জন্য আগেই একদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সায়নীকে। বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল ইডি-র। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তদন্তকারীদের সামনে হাজিরা দেননি সায়নী। তবে তদন্তকারীরে যে নথিপত্র দেখতে চেয়েছিলেন, তা পাঠিয়ে দিয়েছিলেন তিনি। 


কিন্তু ইডি-র একটি সূত্র জানাচ্ছে, সায়নীর উপর অসন্তুষ্ট তদন্তকারীরা। কারণ তিনি যে নথি পাঠিয়েছেন, তা অসম্পূর্ণ। নিজের নামে থাকা ৮০ লক্ষ টাকার ফ্ল্যাটের নথি জমা দিলেও, ৩৫ লক্ষ টাকা দিয়ে যে ফ্ল্যাট কেনা হয়েছিল তাঁর মায়ের নামে, সেই সংক্রান্ত কোনও নথি জমা দেননি সায়নী। মায়ের নামে ফ্ল্যাট কেনার টাকা কোথা থেকে এল, জানাননি। 


আরও পড়ুন: Panchayat Election:রজনীগন্ধার মালার মধ্যে বোমা, বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


শুধু তাই নয়, কলোনির জমি বলে একটি সম্পত্তি বিক্রির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তার নথিও সায়নী দেননি বলে অভিযোগ। কোথা থেকে টাকা এসেছিল, কোথায় জমা পড়েছিল, কিছু জানানো হয়নি বলে অভিযোগ। পরে সব আরও নথি পাঠাবেন বলে জানিয়েন সায়নী। তাতে যারপরনাই অসন্তুষ্ট তদন্তকারীরা। ইডি-র একটি সূত্র জানাচ্ছে, সায়নীর সঙ্গে কথা বলেই ৫ জুলাই দ্বিতীয় পর্বের জিজ্ঞাসবাদ রাখা হয়েছিল। তর পরও তিনি হাজিরা দেননি। যে তথ্য় পাঠিয়েছেন, তা-ও সম্পূর্ণ নয়। 


নির্বাচনী প্রচারের দোহাই দিয়ে বুধবার ইডি-র দফতরে যাননি সায়নী। যে নথি পাঠিয়েছেন, তা-ও অসম্পূর্ণ। বাকি নথি পরে দেবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু তদন্তকারীদের মতে, যথেষ্ট সময় দেওয়া হয়েছিল সায়নীকে। তাই প্রশ্ন উঠছে। যদিও গতকাল সায়নী জানিয়েছিলেন, নির্বাচন মিটলেই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন তিনি। তার আগে প্রয়োজন পড়লে ভার্চুয়াল মাধ্যমে কথা বলতে পারেন বলেও জানান।