প্রকাশ সিনহা, কলকাতা : রাজু-খুনের তদন্তের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য। ২৯ মার্চ গরুপাচার মামলায় আবদুল লতিফকে (Abdul Latif) দিল্লিতে তলব করে ইডি (Enforcement Directorate)। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। সেই লতিফকেই ২ দিন পর দেখা যায় রাজুর সঙ্গে। গরুপাচারকাণ্ডের তদন্তে ফের তলব করা হবে লতিফকে, দাবি ED সূত্রে। 


শক্তিগড়ে শ্যুটআউটের সময় কয়লা মাফিয়া রাজু ঝা-র সঙ্গে গাড়ির ভিতরেই ছিলেন গরু কারবারি শেখ আবদুল লতিফ ! এই কথা জানিয়েছেন, লতিফের গাড়ির চালক শেখ নুর হোসেনও। এবার লতিফ সম্পর্কে সামনে এল বিস্ফোরক তথ্য় ! শনিবার, অর্থাৎ যেদিন তাঁকে প্রকাশ্য়ে দেখা গেছে, ঠিক তার ৩ দিন আগে, বুধবার, গরুপাচার মামলায় তাঁকে তলব করেছিল ED।


ED সূত্রে খবর, ২৯ মার্চ দিল্লিতে তলব করা হয় শেখ আবদুল লতিফকে ! কিন্তু, কেমোথেরাপি চলছে বলে জানিয়ে হাজিরা এড়ান গরুপাচারে অভিযুক্ত ব্যবসায়ী। তবে দিল্লিতে ইডি দফতরে না গেলেও, তলবের দু’দিন পর, শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা-কে খুনের সময় উপস্থিত ছিলেন আবদুল লতিফ !

আবদুল লতিফ ! স্থানীয়দের কাছে যিনি পরিচিত হিঙ্গুর নামে। গরু পাচারের অন্যতম কেন্দ্রবিন্দু, ইলামবাজার পশু হাটের মালিক,
যিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। সেই লতিফ, যিনি গরুপাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলে পরিচিত...। গরুপাচার মামলার কিংপিন। যাঁকে না কি সিবিআই খুঁজেই পাচ্ছে না। সেই লতিফ ! তাঁকেই দেখা যাচ্ছে, কয়লা মাফিয়া রাজু ঝা খুনের পর হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াতে !


সোমবারই লতিফের গাড়ির চালক শেখ নুর হোসেন দাবি করেছেন, শ্য়ুটআউটের দিন, দুপুর দেড়টা নাগাদ, ইলামবাজার থেকে আবদুল লতিফকে সঙ্গে নিয়ে দুর্গাপুরের দিকে রওনা দেন। এরপর সন্ধে ৬টা ১০ নাগাদ দুর্গাপুরের হোটেল ফরচুন থেকে লতিফ, রাজু ও ব্রতীনকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হন তিনি। কিন্তু শক্তিগড়ে ঘটনার কিছুক্ষণ পর আর মালিককে অর্থাৎ লতিফকে দেখতে পাননি তাঁর গাড়ির চালক।


প্রশ্ন উঠছে, যিনি কি না শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২ দিন আগে ইডি হাজিরা এড়িয়েছেন ! সিবিআই দাবি করেছে, তাঁকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। গরুপাচারের কিংপিন সেই লতিফই কি না কয়লা মাফিয়া রাজু ঝার সঙ্গে প্রকাশ্য়ে ঘুরে বে়ড়াচ্ছেন !
তবে কি কোনও প্রভাবশালী যোগ রয়েছে লতিফের ? উঠছে সেই প্রশ্নটাও।


ইডি সূত্রে খবর, গরুপাচার মামলায় খুব শিগগির ফের তলব করা হবে শেখ আব্দুল লতিফকে।


আরও পড়ুন ; রাজু ঝা খুনে মোড় ঘোরানো তথ্য, ঘটনার সময় উপস্থিত গরু পাচারে অভিযুক্ত 'পলাতক' লতিফ