কলকাতা: বৃহস্পতি থেকে রবি, চারদিন হয়ে গেলেও, অচলাবস্থা কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে (Calcutta Medical College and Hospital)। ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন ৫ পড়ুয়া। তাঁদের মধ্য়ে অসুস্থ হয়ে পড়েছেন ৩ জন। জট কাটাতে মঙ্গলবার বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর (Health Department)।

  


অনশন-আন্দোলনের ৪দিন, এখনও জট কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে (Calcutta Medical College and Hospital)। ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবি নিয়ে অনড় আন্দোলনকারীরা। অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পাঁচ পড়ুয়া। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ৩ অনশনকারী। 


অচলাবস্থা কাটাতে, মঙ্গলবার, বিকেলে বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর। যেখানে উপস্থিত থাকার কথা, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দফতরের আধিকারিক, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, ডিন এবং আন্দোলনরত পড়ুয়াদের চার প্রতিনিধির। 


তবে, ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন যে সম্ভব নয়, তা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কলকাতা মেডিক্য়াল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস, মঙ্গলবার বৈঠক আছে। ওদেরকে বলছি, অনশন তুলে নিক। আলোচনা চলবে। তবে, আন্দোলনরত পড়ুয়াদের দাবি, তাঁদের কাছে এখনও বৈঠক সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। 


পড়ুয়া-আন্দোলনকে সমর্থন জানিয়ে, এদিন, কলকাতা মেডিক্য়ালে আসেন জয়েন্ট প্ল্য়াটফর্ম ফর ডক্টরসের প্রতিনিধি দল। জয়েন্ট প্ল্য়াটফর্ম ফর ডক্টরসের আহ্বায়ক পুণ্য়ব্রত গুণের কথায়, আন্দোলনটা বৈধ। কর্তৃপক্ষ টালবাহানা করছে নির্বাচনটা এড়াতে। শাসকদল হেরে যাবে সেই ভয়ে। 


কলকাতা মেডিক্যালে জট কাটাতে মঙ্গলবার বিকেলে সমন্বয় বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর। বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দফতরের অন্য আধিকারিকরা, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, ডিন এবং আন্দোলনরত পড়ুয়াদের চার প্রতিনিধি। ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন সম্ভব নয় বলে আরও একবার জানিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 


ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনশনে অনড় মেডিক্যাল পড়ুয়ারা। অনশনের ৭২ ঘণ্টা পার। গতকাল রাতে অনশন মঞ্চে হাজির হন স্বাস্থ্য দফতরের কর্তারা। কিন্তু সমাধান সূত্র মেলেনি। সকালে অধ্যক্ষ এসে পড়ুয়াদের শারীরিক পরীক্ষা করেন। এদিন আন্দোলনকারীদের সমর্থন জানাতে মেডিক্য়াল কলেজ ক্য়াম্পাসে হাজির হন আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের বেশ কিছু পড়ুয়া। 


আরও পড়ুন: Saket Gokhale: জনপ্রতিনিধিত্ব আইন ভেঙে সাকেতকে গ্রেফতারের অভিযোগ, নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল