কলকাতা : ঘটনাক্রমে যেন বদল নেই। শুধু মাঝে বদলাচ্ছে সময়, দিন-ক্ষণ। বলা ভাল, সময়ের সঙ্গে ঝাঁঝালো হচ্ছে দু-তরফের বক্তব্যই। দলের প্রতি আনুগত্যের বার্তা দিয়ে যখন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) তৃণমূল কর্মীদের 'সহকর্মী' বলে আখ্যা দিচ্ছেন, দলের সঙ্গে থাকার বার্তা দিচ্ছেন, তখন পাল্টা দলের তরফে জানিয়ে দেওয়া হচ্ছে, ব্যক্তিগত মতের দায় দলের নয়।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারের পর পরই মন্ত্রিত্ব থেকে সরানোর পাশাপাশি দল থেকেও সাসপেন্ড করা হয় তাঁকে। প্রকাশ্য সভা থেকেই দূরত্ব তৈরির ইঙ্গিতও দেয় শীর্ষ নেতৃত্ব। দল দূরত্ব বাড়ালেও পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বারবারই বার্তা দিয়েছেন দলের পাশে থাকার। এদিনও আলিপুর আদালতে যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "২০২৩ নববর্ষের শুভেচ্ছা জানাই। তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের আগে শুভেচ্ছা জানাই। বেহালাবাসী, আমার অঞ্চল- সব নাগরিককে শুভেচ্ছা জানাই। বহু প্রতিক্ষীত জোকা-তারাতলা মেট্রো রেল চালু যেমন পূর্ণতা পায়।'' পরে বেরোনোর পথে একধাপ এগিয়ে তাঁর সংযোজন, 'আমি মানুষের সঙ্গে আছি। আমি নিজে দলের সঙ্গে আছি।'
যদিও তাঁর মত থেকে একান্ত-ই ব্যক্তিগত ও দল তাঁর দায় আর নিতে চায় না, সেটা আরও একবার বুঝিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, 'তৃণমূল কংগ্রেস সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায় যা বলেছেন, তা একেবারেই তাঁর ব্যক্তিগত মত। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন। দল তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের কিছু কাজ দল ঠিকভাবে নেয়নি, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সরিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল প্রসঙ্গে যাই বলুন তাঁর কোনও দায় দল নেবে না।'