কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান :  বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও বিজেপি সাংসদ সুশীল মোদিকে (Sushil Modi) খুনের হুমকি দিয়ে চিঠি। প্রেরক হিসেবে নাম রয়েছে বর্ধমান  জেলা আদালতের ল’ক্লার্কের! পুলিশের (Police) ফোন পেয়ে বিস্মিত বর্ধমানের রায়ান গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, এবিষয়ে কিছুই জানেন না তিনি!


হুমকি চিঠিতে তোলপাড়


একটা চিঠি, তাকে কেন্দ্র করেই হুলুস্থুল। চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে খোদ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্যসভা সাংসদ সুশীল মোদিকে! প্রেরক হিসেবে নাম রয়েছে চম্পা সোমের। বর্ধমানের রায়ান গ্রামের বাসিন্দা চম্পা সোম। বর্ধমান জেলা আদালতের ল’ক্লার্ক তিনি। 


অভিযোগ অস্বীকার


চম্পা সোমের বক্তব্য, বর্ধমান পুলিশের তরফে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ অস্বীকার করে চম্পা সোমের দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তিনি কোনও চিঠি লেখেননি। বর্ধমান জেলা আদালতের ল’ক্লার্ক চম্পা সোম বলেছেন, 'কাল থেকে ফোন আসছে। বিহার থেকে প্রচুর ফোন আসছে। সেখানকার সাংবাদিকরা ফোন করছেন। এমনকি হুমকি ফোনও আসছে। সুশীল মোদীকে চিনি না। কোনও হুমকি চিঠি দিইনি। চক্রান্ত করে এই কাজ করেছে।'


কী আছে হুমকি চিঠিতে


সুশীল মোদির পাটনার রাজেন্দ্রনগরের বাড়ির ঠিকানায় পাঠানো হুমকি চিঠিতে লেখা হয়েছে, আমি তৃণমূলনেত্রী। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি এবং অমিত শাহের পোষা কুকুর তুমি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নীতীশ কুমার জিন্দাবাদ। আমি তোমাকে খুন করব। সুশীল মোদির ট্যুইটার হ্যান্ডল জুড়ে এখন সেই খবর। 


চম্পা সোম জানিয়েছেন, চিঠিতে উল্লেখ করা ফোন নম্বর ও ঠিকানা তাঁরই। তাঁর আশঙ্কা, তাঁকে ফাঁসানোর জন্যই কেউ এই কাজ করেছে। এখন প্রশ্ন হল, তাহলে এই হুমকি চিঠি দিল কে? চম্পা সোমের অনুমান, ঘটনার নেপথ্যে রয়েছে বর্ধমান আদালতের আইনজীবী সুদীপ্ত রায়ের হাত। 


আগে বিচারককে হুমকি চিঠি


গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে আদালতে তোলার আগে সম্প্রতি মাদক মামলায় ফাঁসানোর হুমকি চিঠি দেওয়া হয়েছিল আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারককে। সেই ঘটনায় বর্ধমান ম্যাজিস্ট্রেট কোর্টের কর্মচারী বাপ্পা চট্টোপাধ্যায়ের নাম দিয়ে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ ওঠে এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধেই। চিঠি-কাণ্ডে গ্রেফতার সুদীপ্ত রায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এবার আরও একটি হমকি চিঠির নেপথ্যেও সেই তাঁরই নামই উঠছে।


আরও পড়ুন- রাজ্য সরকারি কর্মীদের বড় জয়, ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ হাইকোর্টের