Manikchak News: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, তুলকালাম মালদার মানিকচক হাসপাতালে
Malda News: শফিকুল ইসলাম নামে ৩৫ বছরের এক যুবকের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ জানিয়ে মানিকচক গ্রামীণ হাসপাতাল তুমুল বিক্ষোভ দেখালেন তাঁর আত্মীয়রা।
করুণাময় সিংহ, মানিকচক: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হল মালদা (Malda) জেলার মানিকচক হাসপাতালে (Manikchak hospital)। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায় পুলিশ। তাদের সঙ্গে রোগীর আত্মীয়-পরিজনদের ধস্তাধস্তি পর্যন্ত হয়। পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকচকের বড় বাগান এলাকার বাসিন্দা ৩৫ বছরের যুবক শফিকুল ইসলামকে বুধবার ভোর জ্বর অবস্থায় ভর্তি করা হয়েছিল মানিকচক গ্রামীণ হাসপাতালে। কিছুক্ষণ পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরই ভুল চিকিৎসার অভিযোগ জানিয়ে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ওপর চড়াও হন রোগীর আত্মীয় পরিজনরা। তাঁদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক ঠিকঠাক ভাবে শফিকুলকে দেখেননি। তাঁর বারবার রোগীর অবস্থার অবনতির কথা বললেও কোনও গুরুত্ব দেননি। ফলে কিছুক্ষণের মধ্যেই শফিকুলের মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর খবর পেতেই উত্তেজিত হয়ে ওঠেন হাসপাতালে থাকা তাঁর আত্মীয়রা। খবর পেয়ে পরিবারের আরও লোকজন এসে জড়ো হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। তারপর সবাই মিলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধর করার চেষ্টা করেন বলে অভিযোগ। এমনকী তাঁদের সঙ্গে ধস্তাধস্তিও লেগে যায়। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ জানিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন শফিকুলের আত্মীয়রা। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, তাঁদের সঙ্গে ধস্তাধস্তি লেগে যায় বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়ে যান পুলিশ আধিকারিকরা। পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখনও ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সহ ১০ দাবিতে আন্দোলন চলছে রাজ্যজুড়ে। বর্তমানে রাজ্যের সীমানা পেরিয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। তারপরও চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে প্রশাসনকে যে হিমশিম খেতে হচ্ছে মানিকচকের ঘটনা তারই প্রমাণ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।