সুনীত হালদার, উদয়নারায়ণপুর: তৃণমূলের দলীয় প্রতীক ও নামের স্ট্যাম্প (TMC symbol and stamp) দেওয়া কুপনে বাংলা মদ (Wine) দেওয়ার সুপারিশ করা হয়েছে! আর এই কুপনের ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল হাওড়ার উদয়নারায়নপুরে (Udaynarayanpur)।


যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, ত্রাণের কুপনকে নিয়ে চক্রান্ত করছে বিজেপি। তাদের বক্তব্য, উদয়নারায়নপুরে ত্রাণ বিলির জন্য দলের পক্ষ থেকে এবং অঞ্চল সভাপতির সই সহ ফাঁকা কুপন দেওয়া হয়েছিল বন্যা দুর্গতদের। কেউ না বুঝে সেই কুপন বিজেপির হাতে তুলে দিয়েছে। তা নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। সেখানে বাংলা মদ একটি বলে লিখে দেওয়া হয়েছে। এই ধরনের মদের কথা লিখে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এটা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চক্রান্ত।


আরও পড়ুন: RG Kar Case: 'ব্যঙ্গার্থক নানা কথা বলে আন্দোলনের দৃঢ়তা কমানো যাবে না', অনশন মঞ্চের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা জুনিয়র চিকিৎসকদের


প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার তৃণমূলের ব্লক সভাপতি সমরেশ চোংদারের জন্মদিন ছিল। সেখানে জন্মদিন উপলক্ষে কেকও কাটা হয়। অভিযোগ, সেখানে আনন্দ করার জন্য মদের সুপারিশ করা হয় তৃণমূলের দলীয় প্রতীক সহ স্ট্যাম্প মারা কুপনে। 


দাবি করা হয়েছে, উদয়নারায়ণপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পার্টি অফিস থেকে বিলি করা হয় ওই মদের কুপন। সেখানে ওই অঞ্চলের দলীয় সভাপতি তথা উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দীনবন্ধু পালের সই রয়েছে এবং রয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক সহ স্ট্যাম্প।


এপ্রসঙ্গে সমরেশ চোংদারের বক্তব্য, জন্মদিনে ছোট করে অনুষ্ঠান হয়েছিল। এর আগে তৃণমূল থেকে ত্রাণের জন্য রাজনৈতিক দলের রং না দেখে সবাইকে কুপন বিলি করা হয়। কিন্তু, সেই কুপন নিয়ে বিজেপি রাজনীতি করছে। তিনি আরও দাবি করেন কুপনের সই নকল করা হয়েছে। এই ব্যাপারে দলের উচ্চ নেতৃত্ব ব্যবস্থা নেবে। তবে তৃণমূল নেতারা এই ব্যাপারে ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকার করেন।


এদিকে এই ঘটনার পর তৃণমূলকে বিঁধেছে বিজেপি। হাওড়া জেলা গ্রামীণ বিজেপির সভাপতি অরুণোদয় পাল চৌধুরী বলেন, "বিজেপি কুপন তৈরি করে স্ট্যাম্প মারেনি। আর সইও জাল করেনি। ওনাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নিক। শুধুমাত্র বিজেপির চক্রান্ত বলে ব্যাপারটা এড়িয়ে গেলে হবে না।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।