কলকাতা: ফের বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ। দলীয় কর্মীকে পদ্ম শিবিরের নিশানায় তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিজেপি কর্মীকে 'মারধরে'র ঘটনায় ট্যুইটে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 


কী বলেছেন শুভেন্দু:
শুভেন্দু অধিকারীর অভিযোগ, 'এটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত জয়ের মডেল 'ডায়মন্ডহারবার মডেল'। বিজেপি কর্মী রাজু মিস্ত্রির ওপর নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। তাঁর দেহে আঘাতের চিহ্ন এটাই প্রমাণ করে যে তাঁর ওপর যুদ্ধবন্দীদের থেকেও নৃশংস অত্যাচার করা হয়েছে। এখানে হাজার হাজার কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার ভাইপো ও তাঁর অপরাধীদের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত দেয়। কিন্তু ২০২৩ সাল ২০১৮ সালের মতো হবে না, এবার প্রতিরোধ আসবে, এবার অন্য কিছু হবে। ট্যুইটে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।


যাদের এলাকায় কোনও সংগঠন নেই। নেতৃত্বের ব্যর্থতা ঢাকতেই এধরনের মন্তব্য় করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মন্তব্য কুণাল ঘোষের।


কোন ঘটনায় বিতর্ক:
দলীয় সভার ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করার অপরাধে, ৩ বিজেপি কর্মী-সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ফ্রিজ সারানোর নাম করে তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতার মল্লিকপুরে। গুরুতর জখম বিজেপি যুব মোর্চা কর্মী রাজু মিস্ত্রি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির দাবি, দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় দলীয় সভার ছবি শেয়ার করেছিলেন কর্মী-সমর্থকরা। তার জেরেই মারধর করা হয় বলে অভিযোগ। ফলতা থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। পুলিশ সুপার ও এসডিপিও-র কাছে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বিজেপি যুব মোর্চা কর্মী। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


নদিয়ায় বিজেপি নেতার রহস্যমৃত্যু:
এদিন নদিয়ার হাঁসখালির বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কৃষ্ণগঞ্জে আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।  মৃত ব্যক্তি বিজেপির বুথ সহ সভাপতি নকুল হালদারের বাড়ি হাঁসখালিতে। পরিবারের দাবি, মঙ্গলবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন চাষের জমিতে যাবেন বলে। তারপরেই তাঁর দেহ উদ্ধার হয়।


নাম না করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তুলেছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি পঞ্চায়েত ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।


 


আরও পড়ুন: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?