কলকাতা: বেলেঘাটার চাউলপট্টি রোডে ভয়াবহ আগুন (Beleghata Fire Incident)। আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। আশপাশের বাড়িতেও সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভাতে লড়াই চালাচ্ছে বলে খবর।
জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় তখন সন্ধে ৭.৩০ বাজে। আগুন লাগার পর পরপর সিলিন্ডারে বিস্ফোরণের আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।ওই বাড়িতে ৬টি পরিবার থাকত। যদিও সবাইকেই নিরাপদে বাড়ির বাইরে বার করা হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।চব্বিশে পা দিতেই একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। আনন্দপুর, নারকেলডাঙা, তালতলা, লেক অ্য়াভিনিউ-সহ একাধিক জায়গায় লেলিহান শিখা দেখা পাওয়া গিয়েছিল।
সম্প্রতি লেক অ্য়ভিনিউে বহুতলের নীচে তলার তুলোর গুদামে লেগেছিল ভয়াবহ আগুন। আগুন ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী রেস্তরাঁর রান্নাঘরেও। অল্পের জন্য় রক্ষা পেয়েছিলেন বহুতলের আবাসিকরা। দমকলের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণ করলেও, বেআইনি গাড়ি পার্কিং এর জেরে দমকল ঢুকতে সমস্য়া তৈরি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। লেক অ্যাভিনিউের এক তিনতলা বাড়ির নীচে থাকা তুলোর গুদামে ভয়াবহ আগুন লেগেছিল। নিমেষের মধ্য়ে পুড়ে ছাই হয়ে গিয়েছিল গুদামটি। আগুন ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী রেস্তোরাঁর রান্নাঘরেও।
স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে এলাকার বহুতলের বাসিন্দারা যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখনই তিনতলা ওই বাড়ির নীচের গ্য়ারাজ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ বেআইনিভাবে তুলোর মতো দাহ্য পদার্থ মজুত থাাকার জন্য়ই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। আগুন লাগার খবর পেয়ে এসে পৌঁছয় দমকল।
স্থানীয়দের অভিযোগ,রাস্তায় অবৈধ পার্কিং এর জন্য় ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয় দমকলকে।অপরদিকে একই বছরে মধ্য কলকাতার লি মেমোরিয়াল স্কুলে ক্লাস চলাকালীন তিনতলার হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। পুড়ে ছাই হয়ে গিয়েছিল আবাসিকদের বইপত্র, নথি থেকে ল্যাপটপ। আতঙ্কে ক্লাস ছেড়ে পাশের মাঠে আশ্রয় নিয়েছিল নীচের পড়ুয়ারা। দমকলের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ আহত হননি। রাতে এই ঘটনা ঘটলে কী হত, আঁতকে উঠছিলেন আবাসিকরা।
আরও পড়ুন, যারা টিকিট পেলেন না, তাঁদের জন্য কী বার্তা মমতার ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)