বাচ্চু দাস ও সনৎ ঝা, শিলিগুড়ি: উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা (fire-extinguisher) ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য দমকল দফতর (West Bengal Fire department)। এই লক্ষ্যে সোমবার শিলিগুড়ি (Siliguri) শহর সংলগ্ন শাখা সচিবালয় উত্তরকন্যায় বিশেষ বৈঠক সারেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।


উত্তরবঙ্গ প্রশাসন সূত্রে জানা গেছে,উত্তর-দক্ষিণ বলে কিছু নেই।সব জায়গার জন্য সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।মূলত অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।সেই লক্ষ্যে উত্তরে আরও নতুন একাধিক দমকল কেন্দ্র গড়ে তোলার ভাবনা রয়েছে। এই বিষয়ে বেশ কিছু প্রস্তাবও রয়েছে। পাহাড়ের পাশাপাশি সমতলের একাধিক জায়গায় নতুন করে দমকল কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব এসেছে। সেগুলি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। 


সেই সঙ্গে নতুন করে ৭৫টি ইঞ্জিন পথে নামানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী প্রায় এক মাসের মধ্যেই ইঞ্জিনগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তের দমকল কেন্দ্রে পাঠানো হবে। সোমবার শিলিগুড়ি শহর লাগোয়া শাখা সচিবালয় উত্তরকন্যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বিশেষ বৈঠক সারেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ম্যারাথন বৈঠক শেষে বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান,যে ফায়ার লাইসেন্সের জন্য কেউ অনলাইনে আবেদন জানাতে পারবেন। জমির পরিমাপ ৫ হাজার স্কয়ার ফুটের মধ্যে হলে ব্যবসায়ী সেল্ফ ডিক্লেয়ারেশন দিতে পারবেন৷ এক্ষেত্রে কোনও পর্যবেক্ষণ প্রক্রিয়া থাকবে না।তবে কেউ যদি তথ্য ভুল দিয়ে থাকেন,পরবর্তীতে তা যদি প্রকাশ্যে আসে তবে যথাপোযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। না হলে কোনও সমস্যা হয় হওয়ার কথা নয়। 


প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা কমবেশি জোরদার হলেও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এই এলাকার সাধারণ মানুষ। ফলে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। সোমবার উত্তরকন্যা দমকল মন্ত্রীর বৈঠকের পর কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন তাঁরা। তাঁদের কথায়, মন্ত্রী যা আশ্বাস দিয়েছেন তারপর কিছুটা দুঃশ্চিন্তা কমেছে। এখন দেখার সরকার পরিকল্পনা অনুযায়ী কত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারে সেদিকেই এখন লক্ষ্য সবাইকার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:  Tab Scam: ট্যাব প্রতারণা কাণ্ডে মালদার সাইবার ক্রাইম থানার পুলিশের জালে আরও ১